Cobra || Viral Shocking: হিস হিস শব্দ করে এগিয়ে আসছে দু'দুটি বিষধর গোখরো সাপ... দেখেই এ কী করল যুবক? ভাইরাল ভিডিও দেখে তোলপাড় নেটপাড়া!
- Published by:Sanjukta Sarkar
- local18
Last Updated:
Cobra || Viral Shocking Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি দেখে চোখ কপালে উঠল সবার। ছত্তিশগড়ের কোরবা জেলার ওই ভিডিওতে দুটি বিষধর, ভয়ানক গোখরো সাপকে বোতল থেকে জল খাওয়াতে দেখা গেল এক যুবককে। তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি।
ভাইরাল ভিডিও : সাধারণত বিষধর সাপ দেখলে মানুষ ভয়ে কাঁটা হয়ে যায়। কারও কারও তো ভয়ে আতঙ্কে দম পর্যন্ত বন্ধ হয়ে যায়। ভয়ে মানুষ পালিয়েও যায়। অথবা আতঙ্কে আঘাত করে সাপটিকে, এমনকি মেরেও ফেলে। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি দেখে চোখ কপালে উঠল সবার। ছত্তিশগড়ের কোরবা জেলার ওই ভিডিওতে দুটি বিষধর, ভয়ানক গোখরো সাপকে বোতল থেকে জল খাওয়াতে দেখা গেল এক যুবককে। তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি।
ভাইরাল এই ভিডিওতে এই দুটি সাপকেই রাগে ফোঁস ফোঁস করতে দেখা যায়। কিন্তু, সাপ উদ্ধারকারী ব্যক্তি ওই বিষধর গোখরো সাপকে দেখেই অদ্ভুত এক কাণ্ড করে বসেন। ভিডিওতে দেখা যায়, বেশ শান্ত মনেই তাদের খুব যত্নে জল খাওয়াচ্ছেন ওই যুবক। এমন ভিডিও খুব কমই দেখা যায়। গোখরোকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে গণ্য করা হয়। কিন্তু সেই কেউটে সাপকেই দিব্যি মনের আনন্দে জল খাইয়ে ভাইরাল হলেন ওই অকুতোভয় যুবকটি।
advertisement
advertisement
গ্রীষ্মকাল এলেই মানুষের পাশাপাশি বন্য প্রাণীরাও জলের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এক ব্যক্তি খুব আহ্লাদের সঙ্গে দুটি রাগী কেউটে সাপকে বোতল করে জল দিচ্ছেন। জানা যাচ্ছে ভাইরাল এই ভিডিওটি কোরবা জেলার। জানা গিয়েছে, উদ্ধার হওয়া সাপগুলোকে জঙ্গলে ছেড়ে দিতে গিয়েছিলেন বন্যপ্রাণী উদ্ধারকারী দলের প্রধান, বন বিভাগের সদস্য জিতেন্দ্র সারথি।
advertisement
তবে গোখরো অত্যন্ত বিষাক্ত সাপ। এই ভিডিওটি নিউজ 18 লোকাল -এ দেখে এই যুবকটিকে অনুকরণ করে এমন রিল তৈরি করতে সচেষ্ট না হওয়ার পরামর্শ দেব আমরা। বিপদের সঙ্গে না খেলার জন্য আমরা সকলকে সতর্ক করছি। বস্তুত, বিষাক্ত গোখরোকে জল দেওয়া ওই ব্যক্তিটি একজন প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী। তাঁকে অনুকরণ করে এই ধরণের দুঃসাহসিক কাজ করতে উদ্যত না হওয়াই কাম্য।
view commentsLocation :
Delhi,Delhi,Delhi
First Published :
March 27, 2023 10:12 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Cobra || Viral Shocking: হিস হিস শব্দ করে এগিয়ে আসছে দু'দুটি বিষধর গোখরো সাপ... দেখেই এ কী করল যুবক? ভাইরাল ভিডিও দেখে তোলপাড় নেটপাড়া!