Knowledge Story: দেশের এই শহরে সারারাত জেগে থাকেন মানুষ, ফুটপাতে বসে কথা বলার জন্য, কোথায় জানেন?

Last Updated:

তবে এই শহরটি গোয়া বা মুম্বইয়ের মতো নয়।

জয়পুর: আমরা সাধারণত মুম্বই এবং গোয়ার মতো শহরে মানুষদের সারা রাত জেগে থাকা বা পার্টি করার কথা শুনেছি। এইসব শহরে মানুষ সারা রাত ঘোরাঘুরি করেন, খাওয়া-দাওয়া করেন, পার্টি করেন বা দিনের সময় বাইরে অন্য অনেক কাজই করেন। কিন্তু রাজস্থানে এমন একটি শহর রয়েছে সেখানেও মানুষ সারা রাত জেগে থাকেন, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি।
তবে এই শহরটি গোয়া বা মুম্বইয়ের মতো নয়। এখানে দিনের বেলা কাজ করার পরেও, রাজস্থানের বিকানেরের অনেক মানুষই সারা রাত পর্যন্ত জেগে থাকেন। এখানকার প্রতিটি মোড়ে মোড়ে বেঞ্চে বসে মানুষ সারা রাত জেগে জেগে দেশ-বিদেশের কথা বলেন। মুম্বই এবং গোয়াতে সাধারণত পর্যটকরা ঘুরে বেড়াতে এবং খাওয়া-দাওয়া করার জন্য জেগে থাকেন। কিন্তু এই গ্রামের মানুষ ঘোরাঘুরির জন্য নয়, জেগে বসে থাকেন ফুটপাতে বসে কথা বলার জন্য।
advertisement
আরও পড়ুনParenting Tips: শিশু অল্পতেই ভয় পাচ্ছে? খুবই উদ্বেগের, ৩টি সহজ উপায় কাটান এই সমস্যা
বিকানেরের বাসিন্দা জিতু কোছার জানিয়েছেন যে, এখানকার মানুষরা শহরের বেঞ্চে বসে তাঁদের ধর্ম এবং সমাজের পাশাপাশি রাজনীতি নিয়ে আলোচনা করেন। বিকানের ধর্মনগরী নামেও পরিচিত। এখানে বিকানের দুর্গে প্রতিটি অল্প দূরত্বে চৌকো জায়গা করা রয়েছে। এখানে প্রতি ১০০ থেকে ২০০ ধাপে খানিকটা বসার স্থান রয়েছে। সকালে এসব রাস্তা ফাঁকা থাকে এবং রাত ৮টার পর থেকে এসব রাস্তায় মানুষের ভিড় লেগে থাকে, যা সারা রাত পর্যন্ত চলে। অনেকে রাত দু-তিনটা পর্যন্ত বসেও আলোচনা করেন, আবার অনেকে এইসব বেঞ্চে বসে ঘুমিয়েও থাকেন।
advertisement
advertisement
আরও পড়ুনWho is John Abraham Wife: বিপাশাকে ‘ঠকিয়ে’ কাকে বিয়ে করেছিলেন জন আব্রাহাম? একসঙ্গে দেখা গেল তাঁদের
বিকানের পাটা সংস্কৃতি- এখানকার পাট বা সিঁড়ির ধাপগুলি ঐতিহাসিক এবং প্রায় ১০০ থেকে ২০০ বছরের পুরনো৷ বিকানেরের মানুষের কাছে এটি পাটা সংস্কৃতি নামে পরিচিত। চেয়ার, টেবিল ও সোফায় বসার পরিবর্তে এখানে বড় বড় কাঠের তক্তায় বসে দলগত ভাবে আলোচনা-তর্ক করার প্রচলন রয়েছে। স্থানীয় লোকজন এইসব তক্তাকে পাটা বলে। সাত থেকে নয়টি পা বিশিষ্ট তক্তা দিয়ে নির্মিত এই বসার স্থান। এখানকার স্থানীয় লোকজন সময়ে সময়ে এই স্থান রক্ষণাবেক্ষণ করেন। এইসব আসনে একসঙ্গে ১৫ থেকে ২৫ জন পর্যন্ত বসা যায়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Knowledge Story: দেশের এই শহরে সারারাত জেগে থাকেন মানুষ, ফুটপাতে বসে কথা বলার জন্য, কোথায় জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement