Viral Optical Illusion: এ যেন ম্যাজিক! ভিডিও চালিয়ে যেখানেই চোখ থাকুক, ঘটবে আশ্চর্য ঘটনা, কী দেখছেন আপনি
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Viral Optical Illusion: বলতেই হবে নিখাদ অপটিক্যাল ইলিউশন, এই ছবি দেখলে 'চন্দ্রবিন্দু' ব্যান্ডের গানের ভাষায় 'চোখে ঝিলমিল লেগে যাবে'।
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বের করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বের করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেটার মজা একটু অন্যরকম, সেটা প্রচলিত অপটিক্যাল ইলিউশনের ছবির থেকে আলাদা- কেন না, এখানে কিছু খুঁজে বের করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়নি। তাও বলতেই হবে নিখাদ অপটিক্যাল ইলিউশন, এই ছবি দেখলে ‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের গানের ভাষায় ‘চোখে ঝিলমিল লেগে যাবে’।
advertisement
আরও পড়ুন: ডায়েট, শরীরচর্চা ছাড়াই হুড়মুড়িয়ে কমল ওজন! ১০ মাসে কীভাবে ১৫ কেজি ঝরালেন ভারতী, জানুন সেই ম্যাজিক
advertisement
আরও পড়ুন: বয়সের কথা মাথায় রেখে এই খাবারগুলি খাচ্ছেন তো? নইলে কিন্তু বিপদ! রইল বয়স অনুযায়ী খাদ্য তালিকা
নতুন করে ট্যুইটারে শেয়ার হওয়া এই ছবিতে দেখা যাবে গোলাপি বিন্দুর একটা সার্কল। বলা হচ্ছে, মন দিয়ে দেখলে এই বিন্দুগুলো তথা সার্কল রঙ বদলাবে। তাও আবার হয় না কি! ভিডিও হলে সেটা অসম্ভব কিছু ছিল না, কিন্তু এ তো স্টিল ছবি। তাহলে?
advertisement
– If you follow the pink circle you will see all pink.
– The moving circle will be green if you focus on the +’in the middle.
– If you focus long on the +’in the middle, the pink circles will disappear and only the rotating green circle will remain. pic.twitter.com/iunQAj2T5N— Figen (@TheFigen_) June 30, 2023
advertisement
সেই জন্যই তো বলতে হবে একে অপটিক্যাল ইলিউশন। ট্যুইটারে বলা হয়েছে রঙের রহস্য উপভোগ করার জন্য মাঝখানের + চিহ্নটায় চোখ রাখতে। একনাগাড়ে চোখের পলক না ফেলে ওটার দিকে তাকিয়ে থাকলেই ধীরে ধীরে শুরু হবে ম্যাজিক, গোলাপি রঙ বদলে হয়ে যাবে সবুজ।
এবার কি তা দেখা গেল?
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2023 4:09 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: এ যেন ম্যাজিক! ভিডিও চালিয়ে যেখানেই চোখ থাকুক, ঘটবে আশ্চর্য ঘটনা, কী দেখছেন আপনি