Christmas: বড়দিনে বাড়িতে ক্রিসমাস ট্রি তো সাজাচ্ছেন? কিন্তু এর উৎপত্তি, ঐতিহ্য এবং তাৎপর্য সম্পর্কে জানা আছে কি? জেনে নিন বিশদে
- Published by:Debolina Adhikari
- trending desk
Last Updated:
আর বড়দিনের সাজসজ্জার বিশেষ উপকরণই হল ক্রিসমাস ট্রি। দীর্ঘ আর সবুজ ক্রিসমাস ট্রি-কে সাজানো হয় আলো এবং ঝলমলে উপকরণ দিয়ে।
সম্প্রতি বিশ্ব জুড়ে উদযাপিত হয়ে গেল বড়দিন। এবার নতুন বছর অর্থাৎ ২০২৫ সালকে স্বাগত জানানোর জন্য তোড়জোড় চলছে জোরকদমে। সারা বিশ্বই মেতে উঠেছে বর্ষবরণের উৎসবে।
এদিকে বড়দিন উপলক্ষে অনেক আগে থেকেই বিভিন্ন জায়গা সেজে উঠতে থাকে আলোয়। এমনকি অনেকেই নিজেদের ঘর-বাড়িকেও সুন্দর ভাবে সাজিয়ে তোলেন।
বড়দিনের সাজসজ্জার বিশেষ উপকরণই হল ক্রিসমাস ট্রি। দীর্ঘ আর সবুজ ক্রিসমাস ট্রি-কে সাজানো হয় আলো এবং ঝলমলে উপকরণ দিয়ে। মূলত এটি আনন্দ এবং বিশ্বাসের প্রতীক। যার মাধ্যমে তুলে ধরা হয় বড়দিনের তাৎপর্য।
advertisement
advertisement
ক্রিসমাস ট্রি মূলত শঙ্কু আকৃতির কোনও কৃত্রিম গাছ অথবা আসল পাইন আর স্প্রুস ট্রি-কেও বোঝানো হয়।
ক্রিসমাস ট্রি-র ইতিহাস
ক্রিসমাস ট্রির ইতিহাস খ্রিস্টধর্মেরও পূর্বে সমস্ত গাছ সারা বছর ধরে সবুজ থাকত। যা শীতের মরশুমে মানুষদের জন্য এক বিশেষ মেসেজ দিত।
অনেকেই নিজেদের বাড়ির দরজা-জানালায় চিরহরিৎ গাছের ডাল ঝুলিয়ে রাখেন। অনেক দেশে বিশ্বাস করা হত যে, চিরহরিৎ গাছ ডাইনি, ভূত এবং খারাপ আত্মা আর অসুস্থতাকে দূরে রাখে।
advertisement
উত্তর গোলার্ধের মানুষের বিশ্বাস, সূর্য আসলে ঈশ্বর। আর শীত আসার ফলে ঈশ্বর সূর্য দুর্বল হয়ে পড়েন। আর সূর্য ঈশ্বরের সেরে ওঠার জন্যই প্রার্থনা করেন তাঁরা। বাড়ির দরজা-জানলায় চিরহরিৎ শাখাপ্রশাখা লাগিয়ে রাখেন।
যাতে গ্রীষ্মে আরও শক্তিশালী হয়ে ওঠেন সূর্য ঈশ্বর। তাঁরা এই সময় দক্ষিণায়নও উদযাপন করেন।
রোমানরা দক্ষিণায়ন উদযাপন করার সময় কৃষিকাজের ঈশ্বর শনির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়। দক্ষিণায়ন শেষে ক্ষেত আরও সবুজ হয়ে উঠবে এবং শস্যে ভরে উঠবে, এটাই প্রার্থনা করেন তাঁরা।
advertisement
সেই কারণেই তাঁরা চিরহরিৎ গাছের শাখাপ্রশাখা দিয়ে ঘর সাজান। অন্যদিকে উত্তর ইউরোপে ড্রুইডরাও একই রীতি পালন করেন। তাঁরা মন্দির সাজানো চিরহরিৎ বৃক্ষের শাখাপ্রশাখা দিয়ে। এটা মূলত দীর্ঘ জীবনের প্রতীক।
আজকের দিনের মতোই দরজা-জানলায় চিরহরিৎ বৃক্ষের শাখাপ্রশাখা লাগানোর চল আগেও ছিল। ষোল শতকে জার্মানিতে ক্রিসমাস ট্রি-র তাৎপর্য বৃদ্ধি পেয়েছিল।
অন্যদিকে আমেরিকায় উনিশ শতকে প্রথম ক্রিসমাস ট্রি আসে। প্রদর্শনের জন্য ক্রিসমাস ট্রি কাটার প্রথম রেকর্ড পেনসিলভ্য়ানিয়ার জার্মান সম্প্রদায়ের ১৮২০-র দশক থেকে আসে, যদিও গাছগুলি আগেও সেখানে একটি ঐতিহ্যের অংশ ছিল।
advertisement
১৮৯০-এর দশকে জার্মানি থেকে ক্রিসমাস অর্নামেন্টস আসত এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও ক্রিসমাস ট্রি-র জনপ্রিয়তা বাড়তে থাকে। বেশিরভাগ ইউরোপীয় পরিবারের ক্রিসমাস ট্রি সাধারণত চার ফুট লম্বা হয়।
তবে আমেরিকানরা ঘরের ছাদ ছুঁয়ে যাওয়া বিশালাকার ক্রিসমাস ট্রি রাখতেই বেশি পছন্দ করেন।
ক্রিসমাস ট্রি কেন আশার প্রতীক
উগান্ডার উগান্ডা এপিস্কোপাল কনফারেন্সের সোশ্যাল কমিউনিকেশনসের একজ়িকিউটিভ সেক্রেটরি ফাদার ফিলিপস ওডি বলেন যে, চিরসবুজ ক্রিসমাস ট্রি আসলে জীবন এবং আশার প্রতীক।
advertisement
আসলে এমনিতে অন্যান্য গাছের পাতা ঝরে যায়। তবে চিরহরিৎ বৃক্ষ নিজের প্রাণবন্ততা ধরে রাখে। যা স্থিতিস্থাপকতা এবং শক্তির প্রতীক।
ফাদার ফিলিপস ওডি এই প্রসঙ্গে বলেন যে, “এটি জীবনের একটি প্রতীক। আর ক্রিসমাসে আমরা ঈশ্বর যিশুর জন্ম উদযাপন করি এবং ঈশ্বর যিশুই আধ্যাত্মিক জীবন নিয়ে আসেন। ক্রিসমাস ট্রি উত্থাপনের অর্থ হল – ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এবং আমাদের জীবন দিয়েছেন।”
advertisement
আর ক্রিসমাস ট্রি-এর মাথায় যে স্টার বা তারা রাখা হয়, সেই বিষয়ে গির্জার এক সদস্য বলেন যে, এটি সেই নক্ষত্রকে নির্দেশ করে, যারা তিন জ্ঞানী ব্যক্তিকে বেথলেহেমে নিয়ে গিয়েছিল, যেখানে ঈশ্বর যিশুর জন্ম হয়েছিল।
ক্রিসমাস ট্রি-র বিষয়ে মজাদার তত্ত্ব
১. জার্মানিতে প্রথম ক্রিসমাস ট্রি সাজানো হত এডিবল বা আহারযোগ্য ট্রিট দিয়ে। এর মধ্যে অন্যতম ছিল জিঞ্জারব্রেড কুকিজ়, গোল্ড কভার্ড আপেল এবং ক্যান্ডি।
২. ওরেগনের উডবার্নে ১৯৫০ সালে ক্রিসমাস ট্রি পৌঁছে গিয়েছিল ২২১ ফুটে। তা হয়েছিল দীর্ঘতম ক্রিসমাস ট্রি। যা সাজানো হয়েছিল ১০০০০০-এরও বেশি আলো দিয়ে।
৩. উনিশ শতকে ক্রিসমাস ট্রি-র ঐতিহ্যের সঙ্গে যুক্ত ছিলেন প্রিন্স অ্যালবার্ট। যিনি রানি ভিক্টোরিয়ার জার্মান স্বামী ছিলেন। এটি শীঘ্রই ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে।
৪. প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২৫ মিলিয়ন আসল ক্রিসমাস ট্রি বিক্রি হয়। এর মধ্যে সবথেকে জনপ্রিয় ধরনের ক্রিসমাস ট্রি হল – Fraser Fir। শক্ত ডালপালা এবং অতুলনীয় সুগন্ধই এর মূল বৈশিষ্ট্য।
Keywords: Christmas Tree, Tradition, History and Symbolism
Original Link: https://www.news18.com/explainers/who-started-the-christmas-tree-tradition-history-symbolism-trivia-explained-9167775.html
Written by: Upasana
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 26, 2024 5:04 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Christmas: বড়দিনে বাড়িতে ক্রিসমাস ট্রি তো সাজাচ্ছেন? কিন্তু এর উৎপত্তি, ঐতিহ্য এবং তাৎপর্য সম্পর্কে জানা আছে কি? জেনে নিন বিশদে