সোশ্যাল মিডিয়ায় শিশুদের এমন অনেক ভিডিও পোস্ট করা হয় যা মানুষের দিনকে সুন্দর করে তোলে । এমনি একটি সুন্দর ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। বাচ্চাদের গানের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর ১৯.৬ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। ভিডিওটিতে ৩ জন বাচ্চাকে তাদের মা বাবাদের লেখা একটি গান মিউজিকাল ইন্সট্রুমেন্টের সঙ্গে গাইতে দেখা গেছে।
ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে একজন শিশু কীবোর্ড বাজাচ্ছে, তো অন্যজন ড্রাম এবং তৃতীয়জন একটি ছোট মেয়ে প্রান খুলে মাইক হাতে গান করছে। বাচ্চা তিনটির মা বাবা শিশুদের এই প্রতিভা সবার সামনে তুলে ধরার জন্য তাদের ভিডিওটি ওয়াক অফ দ্য আর্থ নামে একটি ব্যান্ডের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন “আমাদের ছেলেরা আমাদের নতুন গান 'মাই স্টুপিড হার্ট' নিয়ে আবিষ্ট হয়েছে এবং আমাদের ইন্সটা পিপসের জন্য এটি করতে চেয়েছিল! তাদের ব্যান্ডের নাম কি হওয়া উচিত?!”
এতটুকু বয়সে বাচ্চাদের এতো অপূর্ব পারফরমেন্স এবং গানের সঙ্গে চোখ মুখের ভঙ্গিমা ও অভিব্যক্তি সোশ্যাল মিডিয়াতে সবার মন কেড়ে নিয়েছে। বহু ভিউ এবং লাইকস অর্জন করেছে শিশুদের এই মিষ্টি ভিডিও। ভিডিওটি এখানে দেখুন -
View this post on Instagram
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের প্রশংসনীয় মন্তব্য ভিডিওটির গুরত্ব বাড়িয়ে তুলেছে। কিছু প্রতিক্রিয়া এখনে দেওয়া হল।একজন ইউসার লিখেছেন "এটা চমৎকার!!!!"অন্য একজন মনের অনুভূতি প্রকাশ করে লিখেছেন "আমি এটা খুব ভালোবেসে ফেলেছি , ওহ মাই গড খুব সুন্দর !"অপর একজন ইউসারের ভাষায় " ছেলেগুলো দুর্দান্ত"অন্য একজন লিখেছেন "কতজনের এই বাচ্চাদেরকে ন্যাচারাল রকস্টার বলে মনে হচ্ছে ?"ভালোবেসে আর একজন ইউসার লিখেচেন "শিশুরা খুবই কিউট এবং তাদের গান খুব ভাল শোনাচ্ছে!!"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Children, Instagram, Music, Song, Viral Video