সকলেই তো সফল হতে চান! এর জন্য অনেকে কঠোর পরিশ্রম করেন। আবার অনেকে সংক্ষিপ্ত পথ বেছে নেন। তবে চাণক্য নীতি বলছে যে, যাঁরা কঠোর পরিশ্রম করেন এবং সত্যের পথ অবলম্বন করেন, তাঁরা এক দিন ঠিক সাফল্য লাভ করেন। তবে যাঁরা খারাপ কাজ করে ধনী হন, তাঁদের অর্থ কিন্তু কালক্রমে ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র কঠোর পরিশ্রম ও সত্যের পথ অবলম্বন করলেই হবে না। এর সঙ্গে মানতে হবে কয়েকটি উপায়। এমনটাই বলা রয়েছে চাণক্য নীতিতে। সেই বিষয়েই জেনে নেওয়া যাক।
দুরাচারী দুরাদৃষ্টির্দুরাবাসী চ দুর্জনঃ।
যন্মৈত্রী ক্রিয়তে পুংভির্নরঃ শীঘ্রং বিনশ্যতি॥
আচার্য চাণক্য বলেছেন, যাঁরা খারাপ কাজ করেন কিংবা খারাপ কাজের সঙ্গে যুক্ত, তাঁদের সংসর্গ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। কেউ নিজে যদি খারাপ কাজ করেন কিংবা খারাপ কাজে যুক্ত মানুষদের সঙ্গে থাকেন, তাহলে সেই ব্যক্তিও এক দিন খারাপ হয়ে যাবেন। তবে আবার এক জন সাধকের সংসর্গে এলে এক জন ব্যক্তির মধ্যে সাত্ত্বিক আদর্শের জন্ম হয়। সহজ ভাষায় বলতে গেলে এক জন খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করলে তার ফল খারাপ হয়। তাই খারাপ লোকদের থেকে দূরে থাকাই উচিত। কারণ খারাপ কাজ করলে ভাগ্যেরও অবনতি ঘটে।
চাণক্য নীতি অনুসারে, এমন লোকদের থেকেও সাবধান হওয়া উচিত, যাঁরা বিনা কারণে অন্যদের ক্ষতি করেন। কারণ খারাপ লোকেদের সঙ্গে থাকলে তাঁরা নিজেদের কর্মকাণ্ডে আমাদের জড়িয়ে ফেলতে পারেন। আর মনে রাখতে হবে যে, খারাপ কাজ করার সঙ্গে সঙ্গেই শুরু হয় খারাপ সময়। তাই এমন লোকদের থেকে সতর্ক থাকা উচিত, যাঁরা বিনা কারণে এক জনের মানসিক, শারীরিক ও আর্থিক ক্ষতি করেন।
আচার্য চাণক্য বলেছেন যে, দূষিত জায়গায় বাস করা উচিত নয়। কারণ দূষিত জায়গায় থাকলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বাড়ে। মানসিক সমস্যাও হতে পারেন।
ফলে বোঝাই যাচ্ছে যে, সাফল্য লাভ করার জন্য এবং ভাল থাকার জন্য এই তিন পন্থা অবলম্বন করতে হবে। আর এই ৩টি অভ্যাস থাকলে তা অবিলম্বে ত্যাগ করা উচিত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chanakya Neeti