বিয়ের রাতে সব ইচ্ছা পূরণ হল, ৩ দিন পরেই আখের খেতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে যে ভাবে দেখা গেল...! শিউরে উঠবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
Bride:প্রেম করে বিয়ে হলে সেই স্বপ্ন যেন আরও রঙিন হয়ে ওঠে। কিন্তু উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে উঠে এল এক ভয়ঙ্কর ঘটনা।
বিয়ের স্বপ্ন থাকে সকলেরই। প্রেম করে বিয়ে হলে সেই স্বপ্ন যেন আরও রঙিন হয়ে ওঠে। কিন্তু উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে উঠে এল এক ভয়ঙ্কর ঘটনা। যেখানে বিয়ের মাত্র তিন দিনের মাথায় প্রাণ গেল এক তরুণীর। মৃতার নাম অনিতা (২২), যিনি মুজফ্ফরনগরের বাসিন্দা। গত ১৮ মে তিনি প্রেমিক বিশালের সঙ্গে বিয়ে করেছিলেন। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অভিযোগ, বিয়েতে আপত্তি ছিল বিশালের পরিবারের। তার জেরেই অনিতাকে খুন করে দেহ ফেলে দেওয়া হয় আখখেতে।
খেত থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা সেখানে যান। খেতে পড়ে থাকা একটি বস্তা থেকে সন্দেহজনক গন্ধ বেরোচ্ছিল। গ্রামের মানুষজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে বস্তা খুলতেই বেরিয়ে আসে অনিতার মৃতদেহ। দেখে বোঝা যায় বহু আগেই তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে আসে ফরেন্সিক দল, নমুনা সংগ্রহ করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মাত্র তিন দিন আগে বিশালের সঙ্গে প্রেম করে বিয়ে করেন অনিতা এবং তাঁর বাড়িতেই থাকতে শুরু করেন। কিন্তু বিশালের পরিবারের সেই সম্পর্ক মেনে নিতে পারেনি। জানা গিয়েছে, বিয়ের পরদিন ১৯ মে বিশাল কিছু কাজে বাইরে গিয়েছিলেন। সেই সুযোগেই পরিবারের সদস্যরা অনিতাকে খুন করে বস্তায় ভরে ফেলে দেয় আখখেতে।
advertisement
পুলিশ যখন বিশালের বাড়িতে যায়, তখন সেখানে শুধু তাঁর বোন ছিলেন। জিজ্ঞাসাবাদে ওই বোন জানান, তাঁদের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। বিশালকে বহুবার অনিতার থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি, কারণ অনিতা ছিলেন গর্ভবতী। সেই বিরোধ থেকেই খুনের ঘটনা ঘটে বলে দাবি।
পুলিশ মৃতার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এখনও পর্যন্ত তাঁদের কোনও অভিযোগ জমা পড়েনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পরেই আইনানুগ পদক্ষেপ করা হবে।
view commentsLocation :
Saharanpur,Uttar Pradesh
First Published :
May 20, 2025 6:45 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিয়ের রাতে সব ইচ্ছা পূরণ হল, ৩ দিন পরেই আখের খেতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে যে ভাবে দেখা গেল...! শিউরে উঠবেন