১০ সেকেন্ডের মধ্যে ম্যাকডোনাল্ডের ডেলিভারি পেলেন বেঙ্গালুরুবাসী এক কানাডিয়ান ব্যক্তি
- Published by:Brototi Nandy
Last Updated:
বেঙ্গালুরুতে বসবাস করা এক কানাডিয়ান ব্যক্তি অ্যাপ থেকে ম্যাকডোনাল্ডের খাবার অর্ডার করেছিলেন এবং অপ্রত্যাশিতভাবে সেই অর্ডার মধ্যরাতে মাত্র ১০ সেকেন্ডে তার কাছে পৌঁছে যায়। McDonald delivery within 10 second in bengaluru
আজকের যুগে মানুষকে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে খাবারের অর্ডার দিতে বা ডেলিভারি নিতে হয়না। অনলাইন ডেলিভারি এখন ইচ্ছে পূরণের সবচেয়ে সহজ উপায়। বাড়িতে বসে কোন জিনিস খেতে ইচ্ছে করলে ঝটপট অ্যাপ থেকে অর্ডার করে দিলেই হল। খাবার এসে দরজার সামনে হাজির হয়ে যাবে।
বেঙ্গালুরুতে বসবাস করা এক কানাডিয়ান ব্যক্তি অ্যাপ থেকে ম্যাকডোনাল্ডের খাবার অর্ডার করেছিলেন এবং অপ্রত্যাশিতভাবে সেই অর্ডার মধ্যরাতে মাত্র ১০ সেকেন্ডে তার কাছে পৌঁছে যায়। মধ্যরাতে ওই ব্যক্তির ম্যাকডোনাল্ডের খাবার খেতে ইচ্ছে হয়েছিল। ক্যালেব ফ্রিজেন নামে ওই ব্যক্তি কোরামঙ্গলায় ম্যাকডোনাল্ডের আউটলেটে পৌঁছান এবং দেখেন দুর্ভাগ্যবশত ওই আউটলেটটি ততখনে বন্ধ হয়ে গেছে। কিন্তু পিক আপ লোকেশনে অসংখ্য ডেলিভারি কর্মীদের তিনি ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তিনি ম্যাকডোনাল্ড আউটলেটের সামনে দাঁড়িয়েই সুইগি অ্যাপের মাধ্যমে ম্যাকডোনাল্ডের প্রিয় খাবারের অর্ডার দেন এবং মাত্র ১০ সেকেন্ডের মধ্যে সেই অর্ডার তার কাছে ডেলিভার হয় কারণ পিক আপ এবং ডেলিভারি আড্রেস দুটোই এক ছিল, সবচেয়ে কাছের দূরত্ব।
advertisement
ডেলিভারি দেওয়ার পর গ্রাহকের ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি একটি তৃপ্তির হাসি দেন যা নিমেষে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
Drove to Koramangala for midnight McDonald's, they said they were closed, but the pick-up window was full of delivery guys. What to do?
I ordered Swiggy from McDonald's to McDonald's. 10-second delivery achieved. pic.twitter.com/W3PhzmGJrT — Caleb Friesen (@caleb_friesen2) February 8, 2023
advertisement
ওই ডেলিভারি বয়ের কথা অনুযায়ী তিনি এই প্রথম এতো কাছে অর্ডার ডেলিভারি করেছেন। ফ্রিজেন এই অপূর্ব ঘটনাটি টুইটারে শেয়ার করেন এবং তার পরবর্তী টুইটে তিনি ওই ডেলিভারি এজেন্টের নামও প্রকাশ করেন। তিনি লিখেছেন, “সঞ্জয়ই আমার অর্ডার নিয়ে এসেছিলেন। সঞ্জয় সাইড হাস্টল হিসাবে ইউটিউব ভিডিওগুলি তৈরি করেন যা তিনি তার প্রকৃত পেশায় পরিণত করতে চান, হ্যালোসঞ্জয়-এ তাকে ইউটিউবে দেখুন।”
advertisement
ভিডিওটি টুইটারে শেয়ার হওয়ার পর খুব শীঘ্র ভাইরাল হয়ে যায় এবং বহু ইউসার ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়া পোস্ট করেন। ভিডিওটি ৩৭ হাজারের বেশি ভিউস এবং ৪০০ এর বেশি লাইকস সংগ্রহ করে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 11:06 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
১০ সেকেন্ডের মধ্যে ম্যাকডোনাল্ডের ডেলিভারি পেলেন বেঙ্গালুরুবাসী এক কানাডিয়ান ব্যক্তি