Bushra Bibi: 'কালাজাদু' জানেন, আবার গোয়েন্দাও তিনি? ইসলামাবাদে অন্ধকার হতেই কোথায় উধাও হলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি? বিরাট রহস্য
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bushra Bibi: গত মঙ্গলবার বুশরা বিবি ডি চক এলাকার বিক্ষোভস্থলে একটি শিপিং কনটেইনারের ওপর দাঁড়িয়েছিলেন।
ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। দুর্নীতির দায়ে ইমরান কারাগারে বন্দী। বুশরাও কারাগারে ছিলেন। গত মাসে মুক্তি পান। এর পরপরই রাজধানী ইসলামাবাদে শুরু হয় তুমুল বিক্ষোভ-আন্দোলন। সেই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন বুশরা বিবি। ইসলামাবাদের আন্দোলনটা ইমরান খানের মুক্তির দাবিতে। এই আন্দোলনে যোগ দিতে গত সোমবার রাতে ইসলামাবাদের ডি-চক এলাকায় পৌঁছান ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক। কিন্তু মঙ্গলবার মধ্যরাতের আগে তাঁদের হটিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই সময় দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
গত মঙ্গলবার বুশরা বিবি ডি চক এলাকার বিক্ষোভস্থলে একটি শিপিং কনটেইনারের ওপর দাঁড়িয়েছিলেন। বুশরার গায়ে কালো রঙের বোরকার ওপর সাদা রঙের একটি চাদর জড়ানো ছিল। তাঁর মুখ ছিল সাদা নেকাবে ঢাকা। বুশরা যখন ওই এলাকায় পৌঁছান, তখন তাঁর স্বামীর হাজার অনুসারী রাস্তায় দাঁড়িয়ে পতাকা ওড়াচ্ছিলেন। তাঁরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার দুধের রং কালো! জানেন কোন প্রাণী? খুব চেনা কিন্তু, নাম শুনে চমকে উঠবেন
advertisement
advertisement
মঙ্গলবার বিকেলে কাঁদতে কাঁদতে বুশরা বলছিলেন, ‘আমার সন্তানেরা এবং আমার ভাইয়েরা! আপনাদের আমার পাশে দাঁড়াতে হবে। এমনকি আপনারা যদি নাও থাকেন, তারপরও আমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকব। এটা শুধু আমার স্বামীর বিষয়ই নয়, এটা এ দেশের বিষয় এবং এ দেশের নেতার বিষয়।’
পাকিস্তানের রাজনৈতিক মহল বলছে, ইমরানকে মুক্ত করার আন্দোলনের মধ্যে দিয়ে বুশরার রাজনৈতিক অভিষেক ঘটেছে। তবে পরদিন অর্থাৎ বুধবার সূর্যের আলো ফুটতে না ফুটতে বুশরার কোনও চিহ্নই দেখা গেল না। ইমরানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ শহরের প্রাণকেন্দ্র বলে বিবেচিত ডি চকে বিক্ষোভে নামা হাজার হাজার মানুষের কাউকেই সেখানে দেখা গেল না। ইসলামাবাদে আন্দোলনের আগে পিটিআই সমর্থকদের সঙ্গে প্রথমবারের মতো দেখা করেছিলেন বুশরা বিবি। ইমরান খানকে রক্ষার জন্য আহ্বান জানিয়েছিলেন। এরপর ইসলামাবাদে যখন আন্দোলনকারী ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছিল, তখন হঠাৎই একটি ট্রাকের ওপর দেখা যায় তাঁকে। তখন সবার নজর চলে যায় বুশরার দিকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2024 6:49 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bushra Bibi: 'কালাজাদু' জানেন, আবার গোয়েন্দাও তিনি? ইসলামাবাদে অন্ধকার হতেই কোথায় উধাও হলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি? বিরাট রহস্য