হোম /খবর /পাঁচমিশালি /
একদিকে শ্বশুর, অন্যদিকে বাবা, বিয়ের আসরে তুমুল নাচ নতুন বউয়ের, ভাইরাল ভিডিও

একদিকে শ্বশুর, অন্যদিকে বাবা, বিয়ের আসরে বলিউড গানে তুমুল নাচ নতুন বউয়ের, Viral Video

bride dances lovingly with father and father in law wedding reception viral video- Photo Courtesy- Instagram/Video Grab

bride dances lovingly with father and father in law wedding reception viral video- Photo Courtesy- Instagram/Video Grab

অপূর্ব এই ভিডিও লক্ষ লক্ষ মানুষের মন জিতে নিচ্ছে...

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বলার অপেক্ষা রাখে না, বিয়ে মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়৷ আর ভারতীয় বিয়ে হলে তাতে একটু নাচগান হবে না এমনটা বিশেষ হয় না৷ এখনকার দিনে বিয়েবাড়ির অবিচ্ছিন্ন অঙ্গ হয়ে উঠেছে ওয়েডিং ভিডিও বা বিয়ের ভিডিও৷ বিভিন্ন বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসে আর পছন্দ হলে তা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ মানুষজন এই ধরণের ভিডিও অত্যন্ত পছন্দ করেন৷ এই মুহূর্তে একটি ভিডিও ক্লিপ মানুষজন খুবই পছন্দ করছেন৷ এই ভাইরাল ভিডিওতে (viral video ) নববধূকে তাঁর বিয়ের অনুষ্ঠানে একদিকে বাবা ও অন্যদিকে শ্বশুরকে নিয়ে নাচছেন এটা দেখা যাচ্ছে৷

সাধারণত বিয়েতে স্বামীর সঙ্গে নববধূকে নাচতে দেখা যায়৷ শ্বশুর বা বাবা-র সঙ্গে নাচার এই ঘটনা অভিনব লেগেছে নেটিজেনদের৷ ভিডিওটি দেখে মনে হচ্ছে দম্পতির রিসেপশন অনুষ্ঠানে শ্যুট করা হয়েছে৷ নববধূর হাতে ভর্তি মেহেন্দি৷ নববধূর পরণে রূপোলি ও ধূসর দামি লেহেঙ্গা৷ এই দারুণ পোশাক পরেই তিনি বাবা ও শ্বশুরের সঙ্গে নাচ করছেন৷ বলিউডের হিট গান তেরা জ্যায়সা ইয়ার কাঁহা গানে এই নাচ সকলকে আবেগতাড়িত করে দিচ্ছে৷

উইটি ওয়েডিং (witty_wedding) নামের একটি সোশ্যাল হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার হয়েছে৷ সেখানে লেখা রয়েছে ড্রিম কাম ট্রু মোমেন্ট ফর এভরি গার্ল- অর্থাৎ প্রতিটা মেয়ের স্বপ্নপূরণের মুহূর্ত৷ দুই দিকে দুই বাবা ঘিরে মেয়েকে নিয়ে নাচ করছেন৷ তাঁদের নাচ সকলকে মুগ্ধ ও আবেগতাড়িত করে দিয়েছে , দেখে নিন সেই ভিডিও৷

ভিডিও থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মেয়েটি তাঁর নিজের বাবা এবং শ্বশুর দুইজনের সঙ্গেই একইরকম স্বচ্ছন্দ ও ভালো সম্পর্কে রয়েছেন৷ এদিকে ভিডিও থেকে এটাও বোঝা যাচ্ছে দুই বয়স্ক ভদ্রলোকও  নাচের স্টেপ ভালোরকম অনুশীলন করেছেন৷ পরিবার ও বন্ধুরাও যে নাচটি আনন্দ করে উপভোগ করেছেন তা বোঝা গেল ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকে৷ আর নেট দুনিয়ায় আসার পর আরও বহু লক্ষ মানুষেরও মনপসন্দ হয়েছে এই ভিডিও৷

Published by:Debalina Datta
First published:

Tags: Bollywood, Viral, Viral Dance, Viral Video