#কলকাতা: বলার অপেক্ষা রাখে না, বিয়ে মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়৷ আর ভারতীয় বিয়ে হলে তাতে একটু নাচগান হবে না এমনটা বিশেষ হয় না৷ এখনকার দিনে বিয়েবাড়ির অবিচ্ছিন্ন অঙ্গ হয়ে উঠেছে ওয়েডিং ভিডিও বা বিয়ের ভিডিও৷ বিভিন্ন বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসে আর পছন্দ হলে তা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ মানুষজন এই ধরণের ভিডিও অত্যন্ত পছন্দ করেন৷ এই মুহূর্তে একটি ভিডিও ক্লিপ মানুষজন খুবই পছন্দ করছেন৷ এই ভাইরাল ভিডিওতে (viral video ) নববধূকে তাঁর বিয়ের অনুষ্ঠানে একদিকে বাবা ও অন্যদিকে শ্বশুরকে নিয়ে নাচছেন এটা দেখা যাচ্ছে৷
সাধারণত বিয়েতে স্বামীর সঙ্গে নববধূকে নাচতে দেখা যায়৷ শ্বশুর বা বাবা-র সঙ্গে নাচার এই ঘটনা অভিনব লেগেছে নেটিজেনদের৷ ভিডিওটি দেখে মনে হচ্ছে দম্পতির রিসেপশন অনুষ্ঠানে শ্যুট করা হয়েছে৷ নববধূর হাতে ভর্তি মেহেন্দি৷ নববধূর পরণে রূপোলি ও ধূসর দামি লেহেঙ্গা৷ এই দারুণ পোশাক পরেই তিনি বাবা ও শ্বশুরের সঙ্গে নাচ করছেন৷ বলিউডের হিট গান তেরা জ্যায়সা ইয়ার কাঁহা গানে এই নাচ সকলকে আবেগতাড়িত করে দিচ্ছে৷
উইটি ওয়েডিং (witty_wedding) নামের একটি সোশ্যাল হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার হয়েছে৷ সেখানে লেখা রয়েছে ড্রিম কাম ট্রু মোমেন্ট ফর এভরি গার্ল- অর্থাৎ প্রতিটা মেয়ের স্বপ্নপূরণের মুহূর্ত৷ দুই দিকে দুই বাবা ঘিরে মেয়েকে নিয়ে নাচ করছেন৷ তাঁদের নাচ সকলকে মুগ্ধ ও আবেগতাড়িত করে দিয়েছে , দেখে নিন সেই ভিডিও৷
View this post on Instagram
ভিডিও থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মেয়েটি তাঁর নিজের বাবা এবং শ্বশুর দুইজনের সঙ্গেই একইরকম স্বচ্ছন্দ ও ভালো সম্পর্কে রয়েছেন৷ এদিকে ভিডিও থেকে এটাও বোঝা যাচ্ছে দুই বয়স্ক ভদ্রলোকও নাচের স্টেপ ভালোরকম অনুশীলন করেছেন৷ পরিবার ও বন্ধুরাও যে নাচটি আনন্দ করে উপভোগ করেছেন তা বোঝা গেল ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকে৷ আর নেট দুনিয়ায় আসার পর আরও বহু লক্ষ মানুষেরও মনপসন্দ হয়েছে এই ভিডিও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Viral, Viral Dance, Viral Video