Brain Teaser: ৯৯% ফেল! আপনি কি পারবেন এই অঙ্ক সমাধান করতে? দেখুন তো একবার চেষ্টা করে

Last Updated:

Brain Teaser: ধাঁধাটা, যেমন দেখা যাচ্ছে, পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে। করা হয়েছে quiz_master_idea আর mathcince-এর তরফে। ছবি থেকে মিটিমিটি হাসছেন অ্যালবার্ট আইনস্টাইন। আর ছড়িয়ে রয়েছে অঙ্কের প্রহেলিকা।

ছড়িয়ে রয়েছে অঙ্কের প্রহেলিকা
ছড়িয়ে রয়েছে অঙ্কের প্রহেলিকা
নামটা শুনেই আঁতকে ওঠেন অনেকে। হবে না-ই বা কেন। অঙ্ক বড় সহজ জিনিস নয়- সে স্কুল-কলেজেরই হোক বা জীবনের। সাধে কী আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মিম কে সি দাশ আর কে সি নাগকে নিয়ে, যেখানে দাশ বলছেন যে তিনি রসগোল্লা খাওয়ানোর জন্য বিখ্যাত, আর নাগ বলছেন সহাস্যে তিনি পরীক্ষার খাতায় রসগোল্লা পাওয়ানোর জন্য।
কে সি নাগের অঙ্কের বই নাস্তানাবুদ করে তোলেনি, এমন ছাত্রছাত্রী খুঁজে পাওয়া ভার। তবে এমনও অনেকে আছেন, যাঁরা ঘণ্টার পর কাটিয়ে দিতেন ওই বই নিয়ে। সম্প্রতি অঙ্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ধাঁধাটা ছড়িয়ে পড়েছে, তা এই দ্বিতীয় দলকে আনন্দ দেবে বইকি। সত্যি বলতে কী, দিচ্ছেও। সেই জন্যই পোস্ট হওয়ার দুদিনের মাথাতেই এই ধাঁধা ১৫০০ জন লাইক করে ফেলেছেন, অনেকেই উৎসাহের সঙ্গে বসে গিয়েছেন অঙ্কটা কষতে, উত্তর জানিয়েও দিয়েছেন কমেন্ট বক্সে।
advertisement
ধাঁধাঁটা, যেমন দেখা যাচ্ছে, পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে। করা হয়েছে quiz_master_idea আর mathcince-এর তরফে। ছবি থেকে মিটিমিটি হাসছেন অ্যালবার্ট আইনস্টাইন। আর ছড়িয়ে রয়েছে অঙ্কের প্রহেলিকা।
advertisement
যেমন, ৭x৭=১২, ৫x৫=৮, ৩x৩=৪, ২x২=২ পর পর দেওয়া হয়েছে, একেবারে শেষে এসে জানতে চাওয়া হয়েছে, এই যদি হিসেবের ক্রম হয়, তাহলে সেই অনুযায়ী ৬x৬-এর উত্তর কত হবে। ধাঁধাটির পোস্টে এও দাবি করা হয়েছে যে ৯৯ শতাংশ লোকজনই ফেল করেছেন এর সঠিক উত্তর দিতে।
advertisement
অঙ্কের প্রতি ভালবাসাই হোক বা এই ৯৯ শতাংশের ফেল করার উস্কানি, ইউজাররা কিন্তু চুপ করে থাকেননি। অনেকেই জানিয়েছেন যে ৬x৬-এর উত্তর হবে ১০। এবার, কী করে তা ১০ হয়, সেই সূত্রটিও ধরিয়ে দিয়েছেন এক ইউজার।
advertisement
তিনি জানিয়েছেন যে এখানে সবাইকে বিভ্রান্ত করা হচ্ছে গুন চিহ্নটা দিয়ে, আসলে ওটাকে যোগ চিহ্ন হিসেবে ধরতে হবে। এবার দুই সংখ্যার যোগফল থেকে বাদ দিতে হবে ২, তাহলেই ৭x৭=১২, ৫x৫=৮, ৩x৩=৪, ২x২=২-এর হিসেব মিলে যাবে আর ৬x৬-এর উত্তর হবে ১০।
যদিও এক ইউজারের তীব্র দাবি, এত মাথা না খাটালেও চলে, ৬x৬-এর উত্তর হবে ৩৬, সোজা মতে গুন করে। উপরের হিসেবগুলো লোক ঠকানো, ওগুলোকে পাত্তা না দিয়ে যা জানতে চাওয়া হয়েছে, তার গাণিতিক সূত্র মেনে চলাই ভাল।
advertisement
অঙ্কটা একবার করে দেখলে হয় না?
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Brain Teaser: ৯৯% ফেল! আপনি কি পারবেন এই অঙ্ক সমাধান করতে? দেখুন তো একবার চেষ্টা করে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement