সাতটি লোকের সাতজন বউ...! কঠিন ধাঁধা, ৯০% মানুষ সমাধান করতে পারেনি এখনও

Last Updated:

Harvard University- সেই ব্রেন টিজার অনুযায়ী, সাতজন পুরুষ, তাদের সাতজন স্ত্রী এবং তাদের প্রত্যেকের সাতটি করে সন্তান। তা হলে মোট মানুষের সংখ্য়া কত! আপনি কি ক্যালকুলেটর ব্যবহার না করে এই ধাঁধার সমাধান করতে পারবেন?

কলকাতা: ইনস্টাগ্রাম থ্রেডগুলিতে শেয়ার করা হয় দুর্দান্ত সব ব্রেন টিজার।  এই সব ব্রেন টিজার-এর সমাধান অনেকেই করতে পারেন না। তবে কেউ কেউ আবার করেও ফেলেন।
একের পর এক ধাঁধা সমাধানের চেষ্টা অবশ্য অনেকেই করেন। অনেক সময় বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করা শিক্ষার্থীরাও এসব ব্রেন টিজারের সমাধান করতে পারছেন না।
আরও পড়ুন- পুজোর আগে পুলিশের নিজের তলায় রদবদল
ইনস্টাগ্রামের থ্রেডগুলিতে এবার যা শেয়ার করা হয়েছে তার সমাধান ৯০ শতাংশ ইউজার করতে পারেননি। এটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি ইন্টারভিউ-এর অংশ বলে দাবি করা হচ্ছে।
advertisement
advertisement
সেই ব্রেন টিজার অনুযায়ী, সাতজন পুরুষ, তাদের সাতজন স্ত্রী এবং তাদের প্রত্যেকের সাতটি করে সন্তান। তা হলে মোট মানুষের সংখ্য়া কত! আপনি কি ক্যালকুলেটর ব্যবহার না করে এই ধাঁধার সমাধান করতে পারবেন?
এটি TikTok অ্যাকাউন্ট @onlyjayus দ্বারা পোস্ট করা হয়েছে। তারপর থেকে, এটি ৯.১ মিলিয়নের বেশি ভিউ এবং ৯৯৯,০০০ লাইক পেয়েছে।
advertisement
এই TikTok এর কমেন্ট সেকশন-এ অনেকেই কমেন্ট করেছেন। তবে অনেকেই ভুল উত্তর দিয়েছেন। হার্ভার্ডের ৯৮% শিক্ষার্থী এটি সমাধান করতে ব্যর্থ হয়েছেন।
আরও পড়ুন- কৌশিকী অমাবস্যায় কত যাত্রী ট্রেনে তারাপীঠ গেলেন? রেলের বাম্পার আয়
বিজ্ঞান বলছে, এই ধরণের ব্রেন টিজার নিয়মিত সমাধান করতে পারলে আপনি ক্ষুরধার মস্তিষ্কের অধিকারী হতে পারেন। আপনার বুদ্ধি  বাড়তে পারে। অনেকেই অবশ্য নিয়মিত এই ধরণে ব্রেন টিজারের সমাধান করে থাকেন।
advertisement
এই ধরণের ব্রেন টিজারের থ্রেড এখন ইনস্টায় অনেকেই দেখতে পান। কেউ কেউ এড়িয়ে যান। তবে অনেকেই এগুলির উত্তর খুঁজতে মস্তিষ্কে চাপ দেন। কেউ কেউ করেও ফেলেন সমাধান।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সাতটি লোকের সাতজন বউ...! কঠিন ধাঁধা, ৯০% মানুষ সমাধান করতে পারেনি এখনও
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement