Viral news: কোনটা জিরে, কোনটা মৌরি? গুলিয়ে ফেললেন প্রেমিকা, প্রেমিকের উত্তর ভাইরাল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মৌরি এবং জিরের মতো সাধারণ মশলা সম্পর্কে তরুণীর অজ্ঞানতা দেখে অবাকও অনেকে৷
কলকাতা: রান্না করতে গেলে মশলা তো ব্যবহার করতেই হবে৷ কিন্তু কোন মশলা দেখতে কেমন, তা অনেকেই জানেন না৷ আবার মশলা যদি একরকম হয় তাহলে তো কথাই নেই৷
যেমন মৌরি আর জিরের মধ্যে কোনটা কী, বুঝতে পারছিলেন না এক তরুণী৷ বিভ্রান্তি কাটাতে নিজের বয়ফ্রেন্ডের সাহায্য চান তিনি৷ হাতে মৌরি এবং জিরের ছবি তুলে নিজের বয়ফ্রেন্ডকে পাঠান তিনি৷ জানতে চান, দুটোর মধ্যে জিরে কোনটা?
Sorry mumma main galat ladki ke sath fass gya 😭😭😭 pic.twitter.com/Yy328pQFSw
— Sumit✨ (@Anteryamiiii) April 3, 2023
advertisement
advertisement
জবাবে সঠিক ছবিটি চিহ্নিত করে প্রেমিকাকে সাহায্য করেন ওই যুবক৷ পরে প্রেমিকার সঙ্গে হোয়াটসঅ্যাপে নিজের এই কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেন তিনি৷ যা ভাইরাল হতে সময় লাগেনি৷ ট্যুইটারে ওই স্ক্রিনশট পোস্ট করার সময় মজা করে ওই যুবক লেখেন, 'সরি মা, আমি ভুল মেয়ের পাল্লায় পড়ে গিয়েছি!'
advertisement
ট্যুইটারে এই পোস্ট দেখে মজা পেয়েছেন বহু মানুষ৷ আবার মৌরি এবং জিরের মতো সাধারণ মশলা সম্পর্কে তরুণীর অজ্ঞানতা দেখে অবাকও অনেকে৷ একজন তো মজা করে লিখেই দিয়েছেন, 'তোমার মায়ে মতে তোমার অধঃপতন শুরু হয়ে গিয়েছে৷' অন্য একজন আবার ওই তরুণীর অজ্ঞানতাকে কটাক্ষ করে লিখেছেন, 'মশলা সম্পর্কে এইটুকু জ্ঞান তো আমারও আছে!'
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 1:52 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral news: কোনটা জিরে, কোনটা মৌরি? গুলিয়ে ফেললেন প্রেমিকা, প্রেমিকের উত্তর ভাইরাল