Viral Badam Kaku|| 'বেচি না কাঁচা বাদাম', কালীপুজোর মুখে নতুন গান নিয়ে হাজির ভাইরাল বাদামকাকু
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bhuban Badyakar news song again goes viral: ভুবন বাদ্যকরের নতুন যে গানটি রিলিজ হতে চলেছে সেই গানটি হল, 'এখন আর দাদা বেচি না কাঁচা বাদাম।' জানা যাচ্ছে এই গানটি ইতিমধ্যেই স্টুডিওতে রেকর্ডিং হয়ে গিয়েছে এবং কালীপুজোর পরেই তা রিলিজ হবে।
#বীরভূম: সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছেন যে সকল ব্যক্তিরা তাদের মধ্যে অন্যতম বীরভূমের ভুবন বাদ্যকর। তিনি শুধু ভাইরাল হয়েছেন এমন নয়, ভাইরাল হওয়ার পর সেলিব্রেটি হয়ে দীর্ঘদিন ধরে নিজের আধিপত্য বজায় রেখেছেন। তবে গত কয়েক মাসে ভুবন বাদ্যকরের কোনও নতুন গান শুনতে পেয়ে অনেকেই ভেবেছিলেন, ভুবন বাদ্যকর হারিয়ে গেলেন। কিন্তু না, কালী পুজোয় ফের ভুবন বাদ্যকর নিজের গান নিয়ে হাজির।
ভুবন বাদ্যকরের এই গান কালীপুজোর পর রিলিজ হবে বলে জানা যাচ্ছে। আশা করা হচ্ছে আগের মতই তা জনপ্রিয়তা পাবে। এখন ভুবন বাদ্যকর তার নতুন গান নিয়েই ব্যস্ত। অন্যদিকে, তাঁর অনুরাগীরাও ভুবন বাদ্যকরের নতুন গানের খবর জানতে পেরেই উৎসাহিত।
আরও পড়ুনঃ সহপাঠীর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি, ক্যাম্পাসে মোমবাতি মিছিলে শামিল হাজার হাজার IIT পড়ুয়া
বেশ কয়েকদিন ধরে ভুবন বাদ্যকরকে সোশ্যাল মিডিয়া অথবা কোথাও অনুষ্ঠান করতে দেখা যায়নি। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো হারিয়ে গেলেন। কিন্তু তা নয়। তিনি হারিয়ে যাননি বরং যাত্রায় অভিনয় করার জন্য তিনি মহড়া নিচ্ছিলেন, আর তা নিয়েই এতদিন ব্যস্ত ছিলেন।
advertisement
advertisement
এ বার সেই ব্যস্ততা কাটিয়ে ধীরে ধীরে ফের আগের জায়গায় আসতে চলেছেন তিনি। ভুবন বাদ্যকরের নতুন যে গানটি রিলিজ হতে চলেছে সেই গানটি হল, 'এখন আর দাদা বেচি না কাঁচা বাদাম।' জানা যাচ্ছে এই গানটি ইতিমধ্যেই স্টুডিওতে রেকর্ডিং হয়ে গিয়েছে এবং কালীপুজোর পরেই তা রিলিজ হবে। বীরভূমের দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরকে তার এই নতুন গানের সঙ্গে ফের দেখা যাবে সোশ্যাল মিডিয়ায় ঠিক কালীপুজোর পরেই।
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
October 22, 2022 10:19 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Badam Kaku|| 'বেচি না কাঁচা বাদাম', কালীপুজোর মুখে নতুন গান নিয়ে হাজির ভাইরাল বাদামকাকু