Durga Puja 2022 Travel|| এক দিনের জন্য জঙ্গল যেতে চান, পুজোয় ঘুরে আসুন বিভূতিভূষণ অভয়ারণ্য

Last Updated:

Bibhutibhushan Sanctuary is an ideal destination for a day trip: পুজোর বাকি আর মাত্র কিছুদিন। প্রতিদিনের একঘেয়ে জীবনকে পিছনে ফেলে, নিজেকে সতেজ রাখতে দু-এক দিনের ছুটিতে ঘুরে আসাই যায় কাছেপিঠে।

 বিভূতিভূষণ অভয়ারণ্য
 বিভূতিভূষণ অভয়ারণ্য
#বনগাঁ: পুজোর বাকি আর মাত্র কিছুদিন। প্রতিদিনের একঘেয়ে জীবনকে পিছনে ফেলে, নিজেকে সতেজ রাখতে দু-এক দিনের ছুটিতে ঘুরে আসাই যায় কাছেপিঠে। ভ্রমণপিপাসু মানুষ যারা নিরিবিলি জঙ্গল পছন্দ করেন, তাদের জন্য বনগাঁর বিভূতিভূষণ অভয়ারণ্য এক আদর্শ জায়গা। শহুরে কোলাহল হীন জীবন থেকে এই শান্ত পরিবেশ যেন আপনাকে অন্য এক অনুভূতি দেবে।
বারাসাত থেকে মাত্র ৭৭ কিলোমিটার দূরে অবস্থিত বনগাঁ বিভূতিভূষণ অভয়ারণ্য। অনেকেই একে বনগাঁ ফরেস্ট বা পারমাদন অভয়ারণ্য বলে চেনেন। শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ লোকাল ধরে একদম শেষ স্টেশন বনগাঁয় নামতে হবে। সেখান থেকে অটো বা টোটো ধরে চলে যেতে হবে মতিগঞ্জ। সেখান থেকে আবার টোটো বা অটো করে যেতে হবে কলমবাগান। সেখান থেকে ভ্যানে সোজা চলে আসুন বিভূতিভূষণ অভয়ারণ্য বা বনগাঁ ফরেস্টে।
advertisement
আরও পড়ুনঃ ফ্ল্যাট সিল করেছে সিবিআই, ছাদে ঠাঁই অসহায় সুবীরেশের! এসএসসি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
বিভূতিভূষণ অভয়ারণ্য যে শুধুই জঙ্গল তেমনটা কিন্তু নয়। এখানে প্রকৃতির শান্ত পরিবেশে চাইলে পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে করতে পারেন পিকনিকও। তার জন্য রয়েছে নির্দিষ্ট পিকনিক স্পটের ব্যবস্থাও। অভয়ারণ্যে প্রবেশের জন্য জন পিছু টিকিটের মূল্য ৫০ টাকা। অভয়ারণ্যে নিজেরা রান্না করে পিকনিক করতে চাইলে, আলাদা করে পিকনিক স্পট টাকা দিয়ে ভাড়া করার সুযোগ রয়েছে ওখানেই।
advertisement
advertisement
বিভূতিভূষণ অভয়ারণ্যে প্রবেশ করে সকাল ন'টার মধ্যে পৌঁছে যেতে পারেন, যদিও দুপুর তিনটে পর্যন্ত খোলা থাকে টিকিট কাউন্টার। তবে, বিকেল চারটের মধ্যে কিন্তু বন্ধ করে দেওয়া হয় ফরেস্টে প্রবেশাধিকার। মনে রাখবেন, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে বন্ধ থাকে এই অভয়ারণ্য।জানার ইচ্ছা রয়েছে তো, কি বিশেষত্ব রয়েছে এই ফরেস্টে!
বিভূতিভূষণ অভয়ারণ্যে আসলে আপনারা শান্ত পরিবেশের পাশাপাশি দেখতে পাবেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হরিণ, ভাগ্য সহায় থাকলে দেখতে পারবেন বহু প্রজাতির পাখি। রয়েছে বিভিন্ন দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদের গাছ। যা এখন সচরাচর দেখা যায় না বললেই চলে। পাখিদের কিচিরমিচির শব্দ এবং অভয়ারণ্যের নিস্তব্ধতা যেন একটা অন্য অ্যাডভেঞ্চার তৈরি করবে আপনার মনে। এখানে থাকতে চাইলে স্থানীয় কিছু লজ রয়েছে। থাকার জন্য এসে যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে। তবে চাইলে একদিনের জন্য বন্ধুবান্ধব অথবা পরিবারকে নিয়ে এসেও, ঘুরে যেতে পারেন এই ফরেস্ট। তাই পূজোর ছুটিতে একবার ঢু মারতেই পারেন এই ফরেস্টে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Durga Puja 2022 Travel|| এক দিনের জন্য জঙ্গল যেতে চান, পুজোয় ঘুরে আসুন বিভূতিভূষণ অভয়ারণ্য
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement