Viral Beautifulful Handwritting: পেনের দামে কিছু এসে যায় না, হাতের গুণেই কামাল, সস্তার এই পেনে মুক্তোর মতো লেখা হয়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Beautifulful Handwritting: মুক্তোর মতো হাতের লেখাতেই কামাল, হাজার টাকার দামী পেনে নয়, দশ টাকাও দাম নয় এমন এই পেনে হবে কামাল...
কলকাতা: হাতের লেখা ভাল হলে সকলেরই দারুণ লাগে, যাঁর হাতের লেখা ভাল লাগে হয় তাঁদেরকে সকলেই খুব ভালবাসেন৷ কী দিয়ে লিখছেন তার উপরও হাতের লেখার মান নির্ভর করে৷ ডট পেনের থেকে কালি পেন দিয়ে হাতের লেখা ভাল হয় এই কথাটি খুবই প্রচলিত রয়েছে৷ অনেকেই আবার মনে করেন দামি কলমে হাতের লেখা ভাল হয়৷ কিন্তু সেই ধারণাকে পুরো ভুল প্রমাণ করে দিয়েছে সম্প্রতি সামনে আসা একটি ভাইরাল ভিডিও৷
সস্তা কলমের সুন্দর হাতের লেখা- জীবনে অনেক সুন্দর হাতের লেখা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু কিছু মানুষের হাতের লেখা এতই সুন্দর যে লেখার সময় সেগুলি দেখলেই মনে থেকে যায়। এখানে এক ছেলের কথা শোনাবো যার হাতের লেখা দেখলেই মনে হয় এই লেখা হাতে লেখা নয়৷ যেন পুরোটাই সম্পূর্ণ টাইপ করে। হাতের লেখা দেখে স্তম্ভিত হয়ে যাবেন।
advertisement
ঈশ্বর প্রত্যেক মানুষের মধ্যে কিছু আলাদা প্রতিভা দেন। এমন এক ছেলেকে তাঁর হাতে এমন দক্ষতা দিয়েছেন যে তার হাতের লেখা দেখে মানুষ চমকে যায়। মজার ব্যাপার হল এর জন্য তিনি কোনও দামি কলমে ব্যবহার করেন না। একটি সাধারণ কলম দিয়ে তিনি এত সুন্দর লেখেন যে আপনি এটি দেখে অবাক হয়ে যান।
advertisement
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও
advertisement
এত সুন্দর করে কেউ কিভাবে লিখতে পারে?
ছেলেটি prodip0000 নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এই হাতের লেখার ভিডিও পোস্ট করতে থাকে। এই ভিডিওতে ইংরেজি লেখা দেখা যাচ্ছে৷
প্রতিটি চিঠি লিখতে দেখে আপনি কেবল অবাকই হবেন না, আপনার চোখ সরিয়ে নেওয়ারও মনে হবে না। আরও মজার বিষয় হল এটি লিখতে খুব বেশি সময় নেন না, বিশেষ কিছুরও প্রয়োজন হয় না। সবুজ বল কলম দিয়ে মুক্তোর মতো অক্ষর লিখছেন তিনি।
advertisement
ভিডিওটি দেখেছেন ৭ কোটিরও বেশি মানুষ
ছেলেটির এই ভিডিওটি ৭ কোটিরও বেশি মানুষ দেখেছেন এবং ২৪ লক্ষেরও বেশি মানুষ এটির প্রশংসা করেছেন। এ নিয়ে লোকজনও অনেক মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন- AI তাদের সামনে ব্যর্থ হয়েছে। যখন একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন- ‘আমাকে এই হাতটা দাও, ঠাকুর’।
এমনকি অনেকে প্রশ্ন করেন তিনি কোন কলম ব্যবহার করেন? যাইহোক, নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে, ছেলেটি বলেছে যে সে জেল কলম ব্যবহার করে, যার দাম অনলাইনে ২৫টি কলমের সেটের জন্য ২০৩ টাকা। এমন পরিস্থিতিতে একটি কলমের দাম ৮ টাকা৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2024 3:03 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Beautifulful Handwritting: পেনের দামে কিছু এসে যায় না, হাতের গুণেই কামাল, সস্তার এই পেনে মুক্তোর মতো লেখা হয়