Viral: দীর্ঘ যানজটের মধ্যেই Rapido Bike-এ বসে এক মনে ল্যাপটপে কাজ তরুণীর, ভাইরাল ছবি

Last Updated:

Viral: কর্মক্ষেত্রে যাওয়ার পথেই অ্যাপের মাধ্যমে ভাড়া করা স্কুটিতে বসে দিব্যি ল্যাপটপে টাইপ করে গেলেন৷

ভাইরাল হয়ে পড়ে দ্রুত
ভাইরাল হয়ে পড়ে দ্রুত
বেঙ্গালুরু : বেঙ্গালুরুতে তথ্যপ্রযুক্তি সংস্থার শিল্প শাখাপ্রশাখা বিস্তার করেছে কয়েক দশকে৷ তার সঙ্গেই বেড়েছে এই শহরের কুখ্যাত যানজটের সমস্যা৷ দিনের ব্যস্ত সময়ে এ শহরের যানজট কার্যত দুঃস্বপ্ন৷ কিন্তু সেই বিরক্তিকর পরিস্থিতিতেও সময়কে কাজে লাগালেন এক তরুণী৷ ধৈর্যচ্যুতি না ঘটিয়ে তিনি কর্মক্ষেত্রে যাওয়ার পথেই অ্যাপের মাধ্যমে ভাড়া করা স্কুটিতে বসে দিব্যি ল্যাপটপে টাইপ করে গেলেন৷ বোঝাই যাচ্ছে যিনি ছবি তুলেছেন, তিনিও আটকে ছিলেন ওই যানজটেই।
হেলমেটের আড়ালে থাকা তরুণীর ছবি ট্যুইটারে পোস্ট করেন এক নেটিজেন৷ তার পর ভাইরাল হয়ে পড়ে দ্রুত৷ তাঁর মাল্টিটাস্কিং বা দশভুজা হয়ে একসঙ্গে একাধিক কাজ করার মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা৷
advertisement
advertisement
জানা গিয়েছে কর্নাটক আগরা আউটার রিং রোড দীর্ঘ যানজটের জন্য কুখ্যাত৷ তার উপর ঝড়ে রাস্তার উপর ইব্বালুর এলাকায় মিলিটারি গেটের কাছে সার্ভিস রোডে পড়ে যায় একটা বিশাল গাছ৷ ফলে তুঙ্গে ওঠে যানজটের সমস্যা৷ দীর্ঘ হতে থাকে নানা ধরনের গাড়ির লাইন৷
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সোচ্চার হয়েছেন এই যানজট নিয়েও৷ তার মাঝেই ভাইরাল কর্মনিবিষ্ট তরুণীর ছবি৷ যিনি যানজটের বিরক্তিকে দূরে সরিয়ে রেখে কাজে লাগিয়েছেন সময়কে৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: দীর্ঘ যানজটের মধ্যেই Rapido Bike-এ বসে এক মনে ল্যাপটপে কাজ তরুণীর, ভাইরাল ছবি
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement