হোম /খবর /পাঁচমিশালি /
দীর্ঘ যানজটের মধ্যেই Rapido Bike-এ বসে ল্যাপটপে কাজে মগ্ন তরুণী, ভাইরাল ছবি

Viral: দীর্ঘ যানজটের মধ্যেই Rapido Bike-এ বসে এক মনে ল্যাপটপে কাজ তরুণীর, ভাইরাল ছবি

ভাইরাল হয়ে পড়ে দ্রুত

ভাইরাল হয়ে পড়ে দ্রুত

Viral: কর্মক্ষেত্রে যাওয়ার পথেই অ্যাপের মাধ্যমে ভাড়া করা স্কুটিতে বসে দিব্যি ল্যাপটপে টাইপ করে গেলেন৷

  • Share this:

বেঙ্গালুরু : বেঙ্গালুরুতে তথ্যপ্রযুক্তি সংস্থার শিল্প শাখাপ্রশাখা বিস্তার করেছে কয়েক দশকে৷ তার সঙ্গেই বেড়েছে এই শহরের কুখ্যাত যানজটের সমস্যা৷ দিনের ব্যস্ত সময়ে এ শহরের যানজট কার্যত দুঃস্বপ্ন৷ কিন্তু সেই বিরক্তিকর পরিস্থিতিতেও সময়কে কাজে লাগালেন এক তরুণী৷ ধৈর্যচ্যুতি না ঘটিয়ে তিনি কর্মক্ষেত্রে যাওয়ার পথেই অ্যাপের মাধ্যমে ভাড়া করা স্কুটিতে বসে দিব্যি ল্যাপটপে টাইপ করে গেলেন৷ বোঝাই যাচ্ছে যিনি ছবি তুলেছেন, তিনিও আটকে ছিলেন ওই যানজটেই।

হেলমেটের আড়ালে থাকা তরুণীর ছবি ট্যুইটারে পোস্ট করেন এক নেটিজেন৷ তার পর ভাইরাল হয়ে পড়ে দ্রুত৷ তাঁর মাল্টিটাস্কিং বা দশভুজা হয়ে একসঙ্গে একাধিক কাজ করার মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা৷

জানা গিয়েছে কর্নাটক আগরা আউটার রিং রোড দীর্ঘ যানজটের জন্য কুখ্যাত৷ তার উপর ঝড়ে রাস্তার উপর ইব্বালুর এলাকায় মিলিটারি গেটের কাছে সার্ভিস রোডে পড়ে যায় একটা বিশাল গাছ৷ ফলে তুঙ্গে ওঠে যানজটের সমস্যা৷ দীর্ঘ হতে থাকে নানা ধরনের গাড়ির লাইন৷

 

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সোচ্চার হয়েছেন এই যানজট নিয়েও৷ তার মাঝেই ভাইরাল কর্মনিবিষ্ট তরুণীর ছবি৷ যিনি যানজটের বিরক্তিকে দূরে সরিয়ে রেখে কাজে লাগিয়েছেন সময়কে৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Bnegaluru, Viral