বেঙ্গালুরুর রাস্তায় দুটি পোষা বিড়ালের সঙ্গে বাইকারের ভিডিও ভাইরাল
- Published by:Brototi Nandy
Last Updated:
এই ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে দুটি পোষা বিড়াল বাইকারের সঙ্গে বেঙ্গালুরুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটি শেয়ার হওয়ার পর এখনো পর্যন্ত ৩৪৮.৬ হাজার ভিউস এবং ৫৮৬৬ লাইকস পেয়েছে। biker rides in bengaluru with two cats
পোষ্য প্রাণীকে আমরা খুবই জোট সহকারে নিজেদের পরিবারের একজন করে মানুষ করি। তাদের ভালো রাখতে আমরা আমাদের সমস্ত ধরণের প্রচেষ্টাকে কাজে লাগায়। তারাও আমাদের স্নেহ এবং নিঃস্বার্থ ভালোবাসায় ভরিয়ে দেয়। সারাদিনের কাজের পর আমাদের শরীর এবং মনে যখন ক্লান্তি নেমে আসে, তারা তাদের ভালোবাসা দিয়ে সেই ক্লান্তি দূর করে দেয়। অসময়ের সঙ্গী এবং সময়ের সবচেয়ে ভালো বন্ধু হিসাবে তারা আজীবন আমাদের সঙ্গে থাকতেই ভালোবাসে। এদের ভালোবাসা শর্তহীন হয়ে থাকে। আমাদের মধ্যে যাদের বাড়িতে এইরকম পোষ্য আছে তারা এই ব্যাপারে একমত হবেন।
সম্প্রতি টুইটারে পোস্ট হওয়া একটি ভিডিও মিশ্র প্রতিক্রিয়া অর্জন করে ভাইরাল হয়েছে। অরুণ গৌড়া নামে এক ইউসার মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা গেছে একজন ব্যক্তি কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাইকে করে যাচ্ছেন। তার সঙ্গী দুটি বিড়াল , তাদের মধ্যে একজন কাঁধে ঝোলানো ব্যাগের ওপর ঘাপটি মেরে বসে আছে এবং অন্যটি বাইকের জ্বালানী ট্যাঙ্কে বসে। বাইকে যাওয়া সময় দুটো বিড়ালই বাইরের ঠান্ডা হাওয়াই জড়োসড়ো হয়ে বয়ে বসেছিল। বাইকারের মাথায় হেলমেট থাকলেও , বিড়ালদের কোন নিরাপত্তা গিয়ার ছিল না।ভিডিওটি মূলত বেঙ্গালুরুতে রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। অরুন গৌড়া ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন "আজ এই লোকটিকে ORR (আউটার রিং রোড) এ খুঁজে পেয়েছি।" ভিডিওটি এখানে দেখুন-
advertisement
Found this guy in ORR today! @peakbengaluru pic.twitter.com/BIDtBTFRdx
— Aarun Gowda (@alwAYzgAMe420) January 14, 2023
advertisement
টুইটার ইউসাররা এই ভিডিওটি দেখে তাদের ,মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। কিছু কমেন্টস নিচে দেওয়া হল -
নেটিজেনদের প্রতিক্রিয়া :
যদিও কিছু টুইটার ব্যবহারকারী ভিডিওটিকে খুব মিষ্টি বলে মনে করেছেন, অন্যরা বাইকারকে দুটি বিড়ালের সঙ্গে ভ্রমণ করার জন্য তিরস্কার করেছেন যাদের কোনও সুরক্ষামূলক গিয়ার নেই।
advertisement
অন্য একজন লিখেছেন ,"ও মাই গড , এটা আমাকে দুশ্চিন্তা ধরিয়ে দিয়েছিল,"
অপরজন মন্তব্য করেছেন ," হাইওয়েতে এটি খুবই ঝুঁকিপূর্ণ। "
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 1:06 PM IST