Rapido বাইক চালিয়ে মাসে কত টাকা উপার্জন করা যায়? এক চালক যা বললেন, সবাই অবাক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rapido- ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি তাঁর বাইক রাইড বুক করেন এবং বাইক আরোহী এসে তাঁর সাথে কিছুক্ষণ কথা বলেন। কথোপকথনের সময় ব্যক্তিটি বাইক আরোহীকে তাঁর উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করেন।
কলকাতা: বলা হয়, একজন মানুষের উপার্জন কখনওই তাঁর পোশাক বা চেহারা দেখে বোঝা যায় না। একজন মানুষ কত টাকা উপার্জন করেন, তা আমরা বাইরে থেকে দেখে কখনওই অনুমান করতে পারি না। অনেক সময় তাঁর কাজ দেখেও আমরা বুঝতে পারি না সে কত আয় করে!
এই কথার সত্যতা কতটা, সেই সংক্রান্ত একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে একজন বাইক আরোহী তাঁর মাসিক আয়ের কথা বলেছেন, যা শুনে অনেকেই অবাক হয়ে যায়। আপনিও এই ভিডিওটি দেখেছেন হয়তো! বাইক আরোহীর আয়ের কথা শুনে বিশ্বাস করবেন না আপনিও।
advertisement
advertisement
A classic Bengaluru moment was observed in the city when a man proudly claimed that he earns more than ₹80,000 per month working as a rider for Uber and Rapido. The man highlighted how his earnings, driven by his hard work and dedication, have allowed him to achieve financial… pic.twitter.com/4W79QQiHye
— Karnataka Portfolio (@karnatakaportf) December 4, 2024
advertisement
ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি তাঁর বাইক রাইড বুক করেন এবং বাইক আরোহী এসে তাঁর সাথে কিছুক্ষণ কথা বলেন। কথোপকথনের সময় ব্যক্তিটি বাইক আরোহীকে তাঁর উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করেন। বাইক আরোহী বলেন, বাইক চালান এবং দিনে প্রায় ১৩ ঘন্টা কাজ করার পর মাসে ৮০-৮৫ হাজার টাকা আয় করেন।
advertisement
এই কথা শুনে লোকটি অবাক হয়ে যান। তিনি জিজ্ঞেস করেন, আপনি কি শুধু বাইক ট্যাক্সি চালিয়ে এত আয় করেন? বাইক চালক উত্তর দেয়, হ্যাঁ। এত টাকা সহজেই উপার্জন করেন তিনি, কারণ তিনি দিনে ১৩ ঘন্টা কাজ করেন।এই ভিডিওটি বেঙ্গালুরু শহরের বলে জানা গেছে। এই ভাইরাল ভিডিও কর্ণাটক পোর্টফোলিও নামে একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করা হয়েছে। ভিডিও এখনও পর্যন্ত ৬ লাখ ৮০ হাজার বার দেখা হয়েছে।
advertisement
আরও পড়ুন- বাংলাদেশের সাধের পদ্মাসেতু, সেখানেও ভারত থেকে ‘চুরি’! লজ্জা লজ্জা! শুনলে চমকাবেন
চার হাজারের বেশি মানুষ লাইক করেছেন। ভিডিও দেখার পর একজন লিখেছেন, “আমরা কখনই কারও পোশাক বা মুখ দেখে তাঁর উপার্জন সম্পর্কে আন্দাজ করতে পারি না। আরেকজন লিখেছেন, “ভাই, আপনি যা বলছেন তা আশ্চর্যজনক।” আরও একজন লিখেছেন, “আমি ভাল চাকরি করেও এত টাকা আয় করি না।”
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2024 1:47 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Rapido বাইক চালিয়ে মাসে কত টাকা উপার্জন করা যায়? এক চালক যা বললেন, সবাই অবাক