কোন হোটেল বা রেঁস্তোরাতে কোন ওয়েটার যে এতো দ্রুতবেগে কাজ করতে পারে , একটি ভিডিওর মাধ্যমে তা মানুষের সামনে তুলে ধরেছেন বিজনেস ম্যাগনেট আনন্দ মাহিন্দ্রা। ইন্টারনেটে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে বেঙ্গালুরুর বিখ্যাত একটি দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ বিদ্যার্থী ভবনের ওয়েটারের চমৎকার ব্যালেন্সিং অ্যাক্টকে তুলে ধরা হয়েছে।
আমাদের মধ্যে অনেকেরই এমন ধারণা আছে যে একজন ওয়েটারের কাজ করতে গেলে খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না, কিন্তু আনন্দ মাহিন্দ্রা এই মনোভাবকে চ্যালেঞ্জ করে তার সোশ্যাল মিডিয়া সাইটে এমন একটি অবাক করার ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে একজন ওয়েটার একসঙ্গে ১৬ টি দোসার প্লেট একসঙ্গে সার্ভ করছে।
এই ভিডিওটি মূলত বেঙ্গালুরুর বিদ্যার্থী ভবন নাম খুব প্রসিদ্ধ একটা দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ। ১৯৪৩ সালে যা বিশেষ করে ছাত্রদের খাবার জায়গা হিসাবে শুরু করা হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে ওই রেঁস্তোরার রান্নাঘরে বিভিন্ন ধরণের দোসা তৈরি হচ্ছে। একজন তৈরি করছে এবং তার পাশে দাঁড়িয়ে থাকা একজন ওয়েটার একটার পর একটা প্লেট নিজের হাতে অসামান্য দক্ষতার সঙ্গে সাজিয়ে নিচ্ছে। একসঙ্গে ১৬টা দোসা ভর্তি প্লেটের দীর্ঘ টাওয়ার তার হাতে। তার ব্যালেন্সিং অ্যাক্ট সত্যি প্রশংসার যোগ্য। তার এই ভিডিও দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। শুধু এখানেই শেষ নয় ,তার স্মৃতিশক্তিও এখানে দেখার মতো, কারণ রেঁস্তোরাতে বসে থাকা লোকেরা কে কি অর্ডার করেছিল তা ভালোভাবে মনে রেখে সেইভাবে ভিন্ন টেবিলে ভিন্ন দোসা পরিবেশন করেন তিনি । ভিডিওটি এখানে দেখুন-
We need to get ‘Waiter Productivity’ recognised as an Olympic sport. This gentleman would be a contender for Gold in that event… pic.twitter.com/2vVw7HCe8A
— anand mahindra (@anandmahindra) January 31, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengaluru Restaurant, Dosa, Internet, Twitter, Viral Video