August Supermoon 2023: মহাকাশে মহাচমক! অগাস্ট জুড়ে একের পর এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে পারেন আপনিও

Last Updated:

August Supermoon 2023: মঙ্গলবার সন্ধ্যায় যে বিরাটাকার চাঁদের দর্শন মিলবে, তাকে বলা হবে ‘স্টার্জন মুন’

অগাস্ট জুড়ে একের পর এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে পারেন আপনিও
অগাস্ট জুড়ে একের পর এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে পারেন আপনিও
একই বছর পরপর চারটি সুপারমুন। সেই সঙ্গে একাধিক মহাজাগতিক ঘটনা। ২০২৩ সালে এমনই বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে পৃথিবীর মানুষ। চলতি বছর সুপারমুন সিরিজের দ্বিতীয় পূর্ণিমাটি ১ অগাস্ট। মঙ্গলবার সন্ধ্যায় যে বিরাটাকার চাঁদের দর্শন মিলবে, তাকে বলা হবে ‘স্টার্জন মুন’। আবার মাসের একেবারে শেষ দিনে আবার চাঁদ দেখা দেবে সুপারমুন অবতারে। একই মাসে দ্বিতীয় পূর্ণিমা হওয়ায় একে বলা হবে ‘ব্লু মুন’।
শুধু তাই নয়, অগাস্ট মাসের আকাশে তাকালে দেখা যাবে উল্কা-বৃষ্টিও। গত ১৪ জুলাই থেকে শুরু হয়েছে এই উল্কাবৃষ্টি। ১ সেপ্টেম্বর পর্যন্ত তা দেখা যেতে পারে। তবে উল্কাপাত সব থেকে ভাল দেখা যাবে ১২ ও ১৩ অগাস্ট। চমকের এখানেই শেষ নয়। আগামী ২৭ অগাস্ট সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি দেখা দেবে সব থেকে বড় আকারে। এমনকী এর বলয় এবং ৮৩টি উপগ্রহের কয়েকটিকেও দেখা যেতে পারে।
advertisement
advertisement
উল্কা-বৃষ্টি খুব বিরল ঘটনা নয়। পৃথিবী যখনই ধূমকেতুর পুচ্ছের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখনই এমন ঘটনা দেখা যায়। প্রতি বছরই সূর্য প্রদক্ষিণ করতে করতে সুইফট-টাটল নামক ধূমকেতুর ধুলোকণা ভরা মেঘ পৃথিবীর বায়ু মণ্ডলের সঙ্গে ধাক্কা খায়। তার ফলেই ছোট ছোট মহাজাগতিক বস্তুকণা পুড়ে গিয়ে পৃথিবীপৃষ্ট থেকে দৃশ্যমান হয়ে ওঠে। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্ম, তখনই স্পষ্ট হয়ে ওঠে এই উল্কা পিণ্ডগুলি। এদের গতিবেগ প্রায় ১,৩২,০০০ মাইল প্রতি ঘণ্টা হতে পারে। এই উল্কাবৃষ্টির নাম পারসেইডস।
advertisement
আগামী ১২ ও ১৩ অগাস্ট উল্কাপাত দেখার সর্বোত্তম সময়। এই সময় প্রতি ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৭৫টি উল্কা দেখা যেতে পারে। সব থেকে বড় বিষয় হল ১ অগাস্ট পূর্ণিমা। কৃষ্ণ দ্বাদশীর পরে রাতের আকাশে চাঁদের আলো প্রায় থাকবে না বললেই চলে। তাই উল্কাবৃষ্টি আরও মনোহর হয়ে উঠবে।
advertisement
এই মাসেই ব্লু মুন, সুপার মুনের দেখা মিলবে। সাধারণ পূর্ণচন্দ্রের তুলনায় প্রায় ১৪ থেকে ৩০ শতাংশ বড় দেখাতে পারে চাঁদ এই সময়। ১ অগাস্ট যে পূর্ণিমা, তাকে পশ্চিমের দেশগুলিতে স্টার্জন মুন বলা হয়। উত্তর আমেরিকার জলাশয়ে পাওয়া যেত এই স্টার্জন মাছ। এই সময় মৎস্যশিকারিরা বের হতেন। তাই অগাস্ট মাসের পূর্ণিমার এমন নামকরণ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
August Supermoon 2023: মহাকাশে মহাচমক! অগাস্ট জুড়ে একের পর এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে পারেন আপনিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement