Viral Video: প্রবল ঢেউয়ে টালমাটাল অবস্থা! তা পার করেই এগিয়ে চলেছে জাহাজ, ভাইরাল ভিডিও দেখলে অবাক হবেন আপনিও
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এক্সে এই ভিডিওটি দেখা গিয়েছে সেখানে দেখা গিয়েছে সমুদ্রের মাঝে পড়ে রীতিমত টালমাটাল অবস্থা একটি জাহাজের। এক মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা গিয়েছে ঝড়ের বুকে দাঁড়িয়েও বীরদর্পে দাঁড়িয়ে আছে জাহাজটি।
নয়াদিল্লি: প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভেসে চলেছে জাহাজ। এমনই এক দৃশ্য রীতিমত ভাইরাল হয়েছে গোটা ইন্টারনেট জুড়ে। সারা বিশ্বে সমুদ্র এক রহস্যময় ক্ষেত্র, রহস্যের সঙ্গে সঙ্গে সমুদ্র যাত্রা ভীষণ ভাবে অনিশ্চিতও। কারণ যে কোনও সময়ে সমুদ্রের আবহাওয়া খারাপ হতে পারে। উঠতে পারে ভয়ঙ্কর ঝড়। এমনই এক ঝড়ের মাঝে জাহাজের ভিডিও রীতিমত সাড়া জাগিয়েছে ইন্টারনেটে। সমুদ্র কখনও শান্ত আবার ঝড়ের মুখে সেই সমুদ্রই হয়ে উঠে দুর্লঙ্ঘ্য।
এক্সে এই ভিডিওটি দেখা গিয়েছে সেখানে দেখা গিয়েছে সমুদ্রের মাঝে পড়ে রীতিমত টালমাটাল অবস্থা একটি জাহাজের। এক মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা গিয়েছে ঝড়ের বুকে দাঁড়িয়েও বীরদর্পে দাঁড়িয়ে আছে জাহাজটি।
advertisement
advertisement
It absolutely amazes me how these ships and crews survive these violent storms!!😳 pic.twitter.com/kXZvQrErOJ
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) September 20, 2024
প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, ওই জাহাজটি একের পর ঢেউ কাটিয়ে এগিয়ে চলছে নিজের গন্তব্যের দিকে। ঢেউয়ের তোড়ে জাহাজটি একদিকে প্রায় হেলে পড়েছে। কিন্তু, তা সত্ত্বেও ঝড়ের সামনে মাথা নত না করেই এগিয়ে চলেছেন ওই জাহাজের নাবিক। আবার পরের একটি ভিডিওতে দেখা যাচ্ছে জাহাজটির সামনে একটি অতিকায় ঢেউ এগিয়ে আসছে কিন্তু, সব বাধা ভেদ করেই এগিয়ে চলেছে জাহাজটি। অসাধারণ এই দৃশ্য ক্যামেরাবন্দি করে তা এক্স হ্যান্ডলে পোস্ট করা মাত্রই রীতিমত ভাইরাল হয়েছে এই ক্লিপটি।
advertisement
আর তা দেখেই রীতিমত আপ্লুত নেটিজেনরা, এক নেটিজেন মন্তব্য করেছেন, “এইভাবেই হাজার বছর আগে আমরা প্রথম ভেসে বেরিয়ে পড়েছিলাম এবং এইসব ঢেউ জয় করে বেরিয়ে এসেছিলাম।” আবার আরও এক নেটাগরিক মন্তব্য করেন, “প্রকৃতি সত্যিই অনবদ্য! কিন্তু, এই ভয়ঙ্কর সুন্দর প্রকৃতির সামুদ্রিক ঢেউ সামলাতে অনবদ্য দক্ষতার প্রয়োজন হয়।”
advertisement
ইতিমধ্যেই এই ভিডিও ক্লিপটি ৪৭ হাজারবার দেখা হয়ে গিয়েছে, ভিউজ এসেছে সাড়ে পাঁচ লক্ষেরও বেশি।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 23, 2024 3:54 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: প্রবল ঢেউয়ে টালমাটাল অবস্থা! তা পার করেই এগিয়ে চলেছে জাহাজ, ভাইরাল ভিডিও দেখলে অবাক হবেন আপনিও