Beauty Parlour : ভ্রু প্লাক করেন বহু মহিলা, সাবধান! পার্লারে গিয়ে এক মহিলার সঙ্গে যা হল... ভয়ানক কাণ্ড
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Beauty Parlour- ভ্রু প্লাক করাতে গিয়ে এক মহিলার লিভার মারাত্মক ড্যামেজ হয়ে গিয়েছে বলে খবর। ডা. অদিতিজ ধামিজা সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে বলেছেন, সম্প্রকি বিউটি পার্লারে গিয়ে ভ্রু প্লাক করানোর পর ২৮ বছরের এক মহিলার লিভারে মারাত্মক সমস্যা দেখা দিয়েছিল।
নয়াদিল্লি : সভ্যতা যত এগোচ্ছে, ততই অসুখের ধরণ যেম পাল্টাচ্ছে! কয়েক বছর আগেও এমন কিছু অসুখের বাড়বাড়ন্ত তেমন ছিল না, যেগুলি এখন দাপাদাপি করছে। আর রোগভোগের কারণ হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবন যাপন ও সামান্য ভুল। লাইফস্টাইল, খাওয়া-দাওয়ার বদঅভ্যেস ডেকে আনছে বিপদ। জীবনযাপনে অনিয়মের কারণেই শরীরে নানারকম রোগ বাসা বাঁধছে।
এরই মধ্যে একটি চমকে দেওয়ার মতো ঘটনা প্রকাশ্যে এসেছে। ভ্রু প্লাক করাতে গিয়ে এক মহিলার লিভার মারাত্মক ড্যামেজ হয়ে গিয়েছে বলে খবর। ডা. অদিতিজ ধামিজা সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে বলেছেন, সম্প্রকি বিউটি পার্লারে গিয়ে ভ্রু প্লাক করানোর পর ২৮ বছরের এক মহিলার লিভারে মারাত্মক সমস্যা দেখা দিয়েছিল।
তিনি বলেছেন, ‘ওই মহিলা ভ্রু প্লাক করতে গিয়েছিলেন পার্লারে। এর পর লিভারের মারাত্মক ক্ষতি হয়।’ প্রবল পেটে যন্ত্রণা, ক্লান্তি নিয়ে হাসপাতালে যান মহিলা। তখনই ধরা পড়ে, তাঁর লিভার ফেল করেছে।
advertisement
advertisement
হাসপাতালে মহিলার নানাবিধ টেস্ট হয়। জানা যায়, তাঁর লিভার সম্পূর্ণ ভাবে ড্যামেজ হয়ে গিয়েছে। ডা. অদিতিজ ধামিজা বলেন, ‘ওই মহিলার লিভার মদ কিংবা ওষুধের জন্য নষ্ট হয়নি। বরং বিউটি পার্লারে যাওয়ার জন্যই ড্যামেজ হয়েছে।’
আরও পড়ুন- মন্দারমনির ওপারে কী আছে? এই উত্তর আপনাকে চমকে দেবে, ভাবতেই পারবেন না
তা হলে কি পার্লারে ভ্রু প্লাক করালে লিভার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে? বিভিন্ন টেস্ট-এর পর জানা যায়, ওই নির্দিষ্ট পার্লারে থ্রেডিং করার জন্য যে সুতোর ব্যবহার করা হয়েছিল সেটি আগেও অনেকের উপর ব্যবহৃত। ফলে সেই সুতো ব্যবহারের ফলে মহিলার কপালের দিকে ছোট ছোট ক্ষত তৈরি হয়েছিল। ওই ছোট ছোট ক্ষতের মাধ্যমে তাঁর শরীরে হেপাটাইটিস-বি কিংবা সি ভাইরাস প্রবেশ করে। সেই ভাইরাস ধীরে ধীরে লিভার খারাপ করে।
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, থ্রেডিংয়ের সময় পরিচ্ছন্নতা বজায় না থাকলে বিভিন্ন সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কোনও ক্ষত হলে সেটি ভাইরাসের এন্ট্রি পয়েন্ট হয়ে যেতে পারে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 5:14 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Beauty Parlour : ভ্রু প্লাক করেন বহু মহিলা, সাবধান! পার্লারে গিয়ে এক মহিলার সঙ্গে যা হল... ভয়ানক কাণ্ড