সোমবার শিব পুজো। তার আগে জেনে-নিন এই দিন বেলপাতাকে কিভাবে ব্যবহার করবেন। বেলপাতা যে শিবের সবচেয়ে পছন্দের তা তো আর বলার দরকার পড়ে না! বেলপাতা ছাড়া শিব পুজো হয় না।photo source collected
photo source collected
সোমবার শিবের মাথায় বেল পাতা দিন। বেলপাতা শিবের মাথায় দেওয়ার আগে ভাল করে জলে ধুঁয়ে নিন। তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন।
advertisement
advertisement
photo source collected
বেলপাতা শিবের মাথায় দেওয়ার আগে ভাল করে চন্দন বেঁটে পাতায় লাগান।
photo source collected
শিব পুজোর দিন সকালে এক বাটি দুধে বেলপাতা ভিজিয়ে রাখুন। তারপর সেই পাতা শিবের মাথায় দিন। পাতা তুলে নেওয়ার পর সেই দুধটাই বাবার মাথায় দিন।
advertisement
photo source collected
পুজোর দিন সকালে সূর্য ওঠার আগে বেলপাতা তুলুন। এবং একটা বেলপাতা বাড়ির পূব দিকে রেখে দিন। এতে শিবের শুভ দৃষ্টি পড়বে আপনার বাড়িতে।