হাতে লণ্ঠন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে মোষের গাড়ির মিছিল
- Published by:Simli Raha
Last Updated:
বেকারত্বের জ্বালা তুলে ধরতেই এই অভিনব পদযাত্রা। এই মিছিলের মধ্য দিয়ে কেন্দ্রের নয়া সিএএ এবং এন আর সি আইনেরও তীব্র সমালোচনা করা হয়।
Partha Sarkar
#শিলিগুড়ি: হাতে লণ্ঠন! খালি থালা! সঙ্গে চলছে মোষের গাড়ি! শুক্রবার সন্ধ্যেয় শিলিগুড়ির রাস্তায় দেখা মিললো এক ভিন্ন ছবি। অভিনব কায়দায় প্রতিবাদে মুখর হল দার্জিলিং জেলা যুব কংগ্রেস।
দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। গৃহস্থের রান্নার গ্যাসের দামও হাতের নাগালের বাইরে। কার্যত নুন আনতে পানতা ফুরোনর অবস্থা বাসিন্দাদের। এরই প্রতিবাদে শিলিগুড়ির পথে যুব কংগ্রেস কর্মীরা। যুবদের সঙ্গে প্রতিবাদে পা মেলান মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকারও। মৌন মিছিল, মোমবাতি মিছিলের বহু সাক্ষী থেকেছে শহর শিলিগুড়ি। এবারে মোষ গাড়ির মিছিলের মধ্য দিয়ে অভিনব প্রতিবাদে সামিল যুব কংগ্রেস।
advertisement
advertisement

বিদ্যুতের বিলও লাগামছাড়া। প্রতিনিয়ত ইউনিটপিছু বাড়ছে বিদ্যুতের মাশুল। রাজ্য সরকার নীরব। আর তারই প্রতিবাদে হাতে লণ্ঠন জ্বালিয়ে মিছিলে হাঁটলেন যুব কংগ্রেস কর্মীরা। মিলছে না সরকারী চাকরী। ক্ষমতায় আসার আগে বেকারদের চাকরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মোদী সরকার। কিন্তু বাস্তবে কিছুই মেলেনি বলে অভিযোগ যুব কংগ্রেসের। প্রতিবাদে খালি থালা নিয়ে মিছিলে সামিল আন্দোলনকারীরা।
advertisement
বেকারত্বের জ্বালা তুলে ধরতেই এই অভিনব পদযাত্রা। এই মিছিলের মধ্য দিয়ে কেন্দ্রের নয়া সিএএ এবং এন আর সি আইনেরও তীব্র সমালোচনা করা হয়। যুব কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিয়েছে, কেন্দ্র এবং রাজ্য দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পদক্ষেপ না নিলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে তারা।

advertisement
এদিন শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে হাসমিচক পর্যন্ত এই মিছিল পরিক্রমা করে। রাজ্য এবং কেন্দ্রের বিরুদ্ধে জনবিরোধী নীতির প্রতিবাদে যুব কংগ্রেসের আজকের আন্দোলন আসন্ন শিলিগুড়ি পুরসভা নির্বাচনের আগে কিছুটা অক্সিজেন জুগোলো কংগ্রেস শিবিরে। দীর্ঘদিন ধরে তেমন আন্দোলনে দেখা যায়নি জেলা কংগ্রেস নেতৃত্বকে। সিএএ এবং এন আর সিকে হাতিয়ার করে ফের পথে নেমেছে তারা। তারপর আজকের এই অভিনব মিছিল জেলার রাজনৈতিক মহলে যথেষ্টই ইঙ্গিতপূর্ণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
January 31, 2020 10:28 PM IST