Social Work: লম্বা চুল রেখেছেন যুবক, বাঁধা বিনুনি! ফ্যাশন নয়, উদ্দেশ্য জানলে অবাক হবেন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Social Work: তাই ক্যানসার আক্রান্তদের কথা ভেবে চুলদানে এগিয়ে এসেছেন রায়গঞ্জ শহরের কলেজ পাড়ার বাসিন্দা নবজিৎ কর্মকার। দীর্ঘ দু'বছর নিজের চুল বড় করছিলেন নবজিৎ।
উত্তর দিনাজপুর: ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসা পদ্ধতির মধ্যে বাধ্যতামূলক কেমোথেরাপি। এই কেমো দেওয়ার পর আক্রান্তদের বহু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার মধ্যে অন্যতম হল নারী পুরুষ নির্বিশেষে চুল ঝরে পড়া। চুল ঝরে পড়ার কারণে ক্যানসার আক্রান্তরা হীনমন্যতায় ভোগে।
তাই ক্যানসার আক্রান্তদের কথা ভেবে চুলদানে এগিয়ে এসেছেন রায়গঞ্জ শহরের কলেজ পাড়ার বাসিন্দা নবজিৎ কর্মকার। দীর্ঘ দু’বছর নিজের চুল বড় করছিলেন নবজিৎ। পেশায় ব্যাংক কর্মী নবজিতের উদ্দেশ্য ছিল ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানো।
advertisement
advertisement
তাই নিজের বড় করা চুল সেলুনে কেটে নিজের জন্মদিনের দিন সেই চুল তুলে দিল স্বেচ্ছাসেবী সংস্থার হাতে। নবজিতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মুক্তির কান্ডারি নামক ঐ স্বেচ্ছাসেবী সংস্থার় প্রতিনিধি নবনীতা ভট্টাচার্য। মুক্তির কান্ডারি নামক ওই সংস্থার প্রতিনিধি নবনীতা জানায়, যুবকের দেওয়া চুলটি পরচুলা করে তারপর সেটি বিভিন্ন জায়গায় বিনা খরচে দেওয়া হবে ক্যানসার আক্রান্তদের।
advertisement
ছেলে হয়ে মেয়েদের মত বড় বড় চুল রাখায় অনেক কটুক্তির সম্মুখীন হতে হয়েছিল নবজিৎকে। কিন্তু কারও কথা তোয়াক্কা না করেই সে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে নিজের চুল বড় করে চলছিল। অবশেষে নিজের জন্মদিনের দিনই সে নিজের চুল দান করল ক্যানসার আক্রান্তদের জন্য।
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2024 7:18 PM IST