Railways: যেই ট্র্যাকের উপর চলছে ট্রেন, সেখানেই দাঁড়িয়ে সাক্ষাৎ যমরাজ! কেন?

Last Updated:

উত্তর-পূর্ব রেলের পক্ষ থেকে জীবন রক্ষা নামের একটি সচেতনতা অভিযান চালানো হচ্ছে। যার অঙ্গ হিসেবে যমরাজ সাজিয়ে আনা হয়েছে। যিনি সপ্তাহ জুড়ে কখনো হাসিমারা,কখনো কালচিনি, আবার কখনো হ্যামিল্টনগঞ্জ স্টেশনে থাকছেন।

+
যমরাজ

যমরাজ নাটক

আলিপুরদুয়ার: রেলওয়ে ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে যমরাজ। কিন্তু কেন? প্রশ্ন জাগছে কালচিনি ও হাসিমারা এলাকার বাসিন্দাদের মনে। এদিকে যমরাজকে হাসতে দেখে শিশুরা যেতে চাইছে না রাস্তা দিয়ে। যদিও তিনি সত্যি যমরাজ নন। উত্তর-পূর্ব রেলের পক্ষ থেকে একটি সচেতনতামূলক অভিযানের অঙ্গ তিনি।
উত্তর-পূর্ব রেলের পক্ষ থেকে জীবন রক্ষা নামের একটি সচেতনতা অভিযান চালানো হচ্ছে। যার অঙ্গ হিসেবে যমরাজ সাজিয়ে আনা হয়েছে। যিনি সপ্তাহ জুড়ে কখনও হাসিমারা,কখনও কালচিনি, আবার কখনও হ্যামিল্টনগঞ্জ স্টেশনে থাকছেন।রেল গেট বন্ধ হলে শুরু হচ্ছে নাটক। রেল ট্র্যাকের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটতে দেখা যাচ্ছে যমরাজকে। এই যমরাজরুপী ব্যক্তির অট্টহাসি দেখে ভয় পেয়ে যাচ্ছেন অনেকে। বিশেষ করে শিশুরা চোখ বন্ধ করে নিচ্ছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
হাসিমারা আরপিএফ আধিকারিক রুনু মণ্ডল জানান, “রেল গেট বন্ধ হওয়ার পর ট্র্যাকের ওপর দিয়ে যাতায়াত নিষেধ। কিন্তু ছোট থেকে বড় কেউ এই নিয়ম মানে না। ট্রেন আসেনি, আসছেনা বলে অনায়াসে হাঁটাচলা করে ট্র্যাক দিয়ে। এভাবে অনেকেই প্রাণ হারান। যমরাজ সাজিয়ে এনে নাটকের মাধ্যমে তাঁদের বোঝানোর চেষ্টা চলছে।”
advertisement
যমরাজরুপী ব্যক্তির উপস্থিতিতে রেল ট্র্যাক কেউ পাড় হলে তাকে হাত ধরে টেনে নিয়ে আরপিএফ-এর কাছে নিয়ে যাচ্ছেন তিনি। রেল ট্র্যাকে ঘুরে বেরচ্ছে যমরাজ, এই দৃশ্য অনেকেই তাঁদের মুঠোফোনে বন্দী করে রাখছেন।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Railways: যেই ট্র্যাকের উপর চলছে ট্রেন, সেখানেই দাঁড়িয়ে সাক্ষাৎ যমরাজ! কেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement