World Amazing Event: 'প্রাণ' হত্যার অপরাধে গ্রেফতার গাছ! ১০০ বছরের কারাদণ্ড
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
অন্য গাছ নষ্টের অপরাধে রীতিমত শেকল পরিয়ে গ্রেফতার করা হয়েছে এই জংলী গাছকে। এমনই অবাক করা কাণ্ড ঘটেছে জলপাইগুড়ির নাগরাকাটায়
জলপাইগুড়ি: মানুষ অপরাধ করলে আইনে শাস্তির বিধান আছে। কিন্তু গাছ যদি অপরাধী হয় তবে তার কি শাস্তি হবে? অন্য জায়গায় কী হয় জানা নেই, তবে এখানে অপরাধের শাস্তি হিসেবে ১০০ বছরের কারাবাস ভোগ করছে একটি গাছ!
অন্য গাছ নষ্টের অপরাধে রীতিমত শেকল পরিয়ে গ্রেফতার করা হয়েছে এই জংলী গাছকে। এমনই অবাক করা কাণ্ড ঘটেছে জলপাইগুড়ির নাগরাকাটায়। নাগরাকাটায় একটি বেসরকারি পার্ক আছে। সেখানে বাগান তৈরি করেছিলেন শেখ জিয়াউর রহমান নামে এক ব্যক্তি। সেই বাগানেই বেড়ে ওঠে এই জংলী গাছ। দিনে দিনে সে বেড়েই চলে। সেই গাছের বেড়ে ওঠায় নষ্ট হয় আশপাশের অন্য গাছগুলি। তারপরই শাস্তি হিসেবে ওই গাছকে ১০০ বছরের ‘কারাদণ্ড’ দেওয়া হয়। শিকল দিয়ে তাকে বেঁধে দেন শেখ জিয়াউর।
advertisement
advertisement
কেন এমন করলেন? উত্তরে জিয়াউরের পাল্টা প্রশ্ন, মানুষ খুন করলে যদি শাস্তি পেতে পারে তবে গাছ নয় কেন? সেই শাস্তি দিতেই এই কাজ করেছেন। রীতিমতো আনুষ্ঠানিকভাবে গাছটিকে গ্রেফতার করা হয়। শেখ জিয়াউর রহমান জানান, একটি গাছকে গ্রেফতার করার মাধ্যমে আমরা আগামী ১০০ বছরের জন্য সেই গাছটির দায়িত্ব নিলাম। পরের প্রজন্ম এই গাছটি রক্ষণাবেক্ষণ করবে। মূলত পরিবেশ রক্ষার বার্তা দিতেই এই উদ্যোগ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যদিও পরিবেশপ্রেমীদের মধ্যে এই নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাঁদের মতে, এইভাবে গাছকে শেকল কিংবা বেড়ি পরিয়ে আটকে রাখা যায় না। শোনা যায়, পরাধীন ভারতে এক ব্রিটিশ সাহেব একবার একটি বটগাছকে ঠিক একইভাবে গ্রেফতার করেছিলেন। বটগাছটি নাকি ক্রমশ তাঁর বাড়ির দিকে এগিয়ে আসছিল। তবে এদিন সামনে থেকে এইভাবে গাছকে গ্রেফতার হতে দেখে হতবাক এলাকার সকলে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2024 1:50 PM IST






