Save Elephants: রেল চালকের তৎপরতা! পৃথক দুটি ঘটনায় প্রাণ বাঁচল বন্যপ্রাণের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Save Elephants: বামন হাট হইতে শিলিগুড়ি যাওয়ার ১৫৪৬৮ ডাউন ট্রেন যখন নিউমাল স্টেশন ছেড়ে শিলিগুড়ির দিকে রওনা হওয়ার পথে সেবক এবং গুলমা মহানন্দা ওয়াইল্ড লাইফের জঙ্গল পার করার সময়
জলপাইগুড়ি: বামন হাট হইতে শিলিগুড়ি যাওয়ার ১৫৪৬৮ ডাউন ট্রেন যখন নিউমাল স্টেশন ছেড়ে শিলিগুড়ির দিকে রওনা হওয়ার পথে সেবক এবং গুলমা মহানন্দা ওয়াইল্ড লাইফের জঙ্গল পার করার সময় তিনটি বুনো হাতিসহ একটি বাচ্চা রেললাইন দখল করে হাঁটতে থাকে । সেই সময় লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জে এন আনসারি ওজি ঘোষের তৎপরতায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে এবং হাতিকে রেললাইন পার হতে সাহায্য করে।
পরবর্তীতে হাতি যখন দলবল সহ মহানন্দা অভয়ারণ্যে প্রবেশ করার পরেই ট্রেনটি শিলিগুড়ি রওনা হয়। ওপর ঘটনাটি ঘটে শুক্রবার শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের মধ্যে চলাচল করা ইন্টার সিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা পথে।
advertisement
ডুয়ার্সের জঙ্গলের মাঝ দিয়ে যাবার সময় লোকোপাইলট শাবক সহ তিনটি হাতিকে রেল লাইনের ওপর দেখতে পেয়েই ট্রেনের গতি কমিয়ে এনে দাঁড় করিয়ে দেন । আর এতেই রক্ষা পায় শাবক সহ হাতির পাল। আলিপুরদুয়ার ডিভিশনের কর্তৃপক্ষের পক্ষ থেকে উভয়চালককে ধন্যবাদ জানিয়েছে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2024 2:36 PM IST