আমবাগানে অবাধে চলছে জুয়া! মহিলা থেকে পুরুষ সকলেই নির্ভয়ে খেলছেন, নিরাপত্তায় পুলিশ! ব্যাপারটা কী?

Last Updated:

Gambling: বছরে একদিন এই জুয়া মেলা বসে, ঐতিহ্যবাহী এই মেলায় মহিলা পুরুষ সকলেই জুয়া খেলেন!

+
মহিলারা

মহিলারা খেলছেন জুয়া

মালদহ: নদীর তীরে বিরাট আমবাগান। বাগানে থিকথিক করছে ভিড়, জটলা। মহিলা থেকে পুরুষ সকলের নজর বোর্ডের দিকে। এই বোর্ড জুয়ার। এমন কোন জুয়া নেই, এখানে খেলা হচ্ছে না। প্রকাশ্য এইভাবেই জুয়া খেলছেন সকলেই। এমনকি জুয়া খেলায় নিরাপত্তা দিতে হাজির পুলিশ কর্মীরাও। পাল্লা দিয়ে মহিলারা জুয়ার বোর্ডে টাকা দিচ্ছেন।
এই মেলাতেই দেখা মিলছে বিচিত্র সব জুয়ার ঠেক, কোথাও তাস, কোথাও গুঠি দিয়ে খেলা হচ্ছে, আবার কোথাও চরকি আরও কত সব নিত্যনতুন জুয়ার ঠেকের দেখা মিলছে এই মেলায়। যার যেখানে পছন্দ নিজের ইচ্ছেমতো জুয়া খেলেই চলেছেন বাধা দেওয়ার কেউ নেই।
আরও পড়ুন- ভারতীয় পড়ুয়ারা কেন এই বিষয় নিয়ে পড়তে বাংলাদেশেই যান? সংখ্যাটা ক্রমশই বাড়ছে!
অবাক হলেও এমনটাই সত্যি!  প্রতিবছর মুলা ষষ্ঠী উপলক্ষে পুরাতন মালদহের মোকাতিপুরে বেহুলা নদীর তীরে এই জুয়াড়ি মেলার আয়োজন করা হয়। হেমলতা চক্রবর্তী বলেন, এই একদিন অবাধে জুয়া খেলা যায় এখানে। মহিলা পুরুষ সকলেই আমরা এখানে জুয়া খেলি।
advertisement
advertisement
স্থানীয়দের কথায় প্রাচীনকাল থেকেই হয়ে আসছে এই জুয়ারি মেলা। আজও বহাল তবিয়েতে চলেছে। পুরাতন মালদহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মেলায় আসেন।মূলত মূলা ষষ্ঠী উপলক্ষে পুজো হয়ে থাকে এখানে। স্থানীয় বেহুলা নদীর তীরে রয়েছে প্রাচীন মন্দির। এই মন্দিরেই রীতি মেনে হয়ে আসছে পুজো। সঙ্গে চলছে জুয়ার আসর। জমজমাট এই জুয়ারী মেলা আর অন্য কোথাও দেখা যায়না। স্থানীয়দের মধ্যে কথিত আছে, মনসামঙ্গল কাব্য বেহুলা তাঁর স্বামী লখিন্দরকে ভেলায় করে এই নদীর উপর দিয়ে নিয়ে গিয়েছিলেন। তাই এই নদীর নাম বেহুলা।
advertisement
পুরাতন মালদহের মোকাতিপুরে জুয়ারির  ঘাট ছিল। জুয়ারীকে আত্মহত্যার হাত থেকে এই ঘাটেই বাঁচিয়ে ছিলেন বেহুলা।তখন থেকেই এখানে মুলাষষ্ঠী উপলক্ষে জুয়ারী মেলা শুরু হয়। মিঠু চাকি বলেন, ঐতিহ্যবাহী এই জুয়া মেলা। মনসামঙ্গল কাব্যে বেহুলার সঙ্গে এই জুয়া মেলার যোগসূত্র রয়েছে। এখনও রীতি মেনে জুয়া মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখনও প্রাচীন রীতি মেনে এই মেলায় মহিলা পুরুষ সকলেই জুয়া খেলায় মেতে ওঠেন।
advertisement
হরষিত সিংহ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
আমবাগানে অবাধে চলছে জুয়া! মহিলা থেকে পুরুষ সকলেই নির্ভয়ে খেলছেন, নিরাপত্তায় পুলিশ! ব্যাপারটা কী?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement