West Bengal news: ভুল চিকিৎসার জেরে বিপাকে তরুণী! দুই চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি দিল আদালত
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
North Bengal news: ভুল চিকিৎসার ঘটনা। ক্রেতা সুরক্ষা আদালতের বড় শাস্তি হল দুই চিকিৎসকের। ঘটনায় শোরগোল পড়েছে মালদহে।
মালদহ: ভুল চিকিৎসার ঘটনা। ক্রেতা সুরক্ষা আদালতের মাধ্যমে ছয় লক্ষ টাকা জরিমানা দুই চিকিৎসকের। ঘটনায় শোরগোল পড়েছে মালদহে। ঘটনার প্রায় ছয় বছর পর রায় ঘোষণা ক্রেতা সুরক্ষা আদালতের। আদালতের এমন রায়ে খুশি অভিযোগকারী।
জানা গিয়েছে, ২০১৯ সালে গাজোলের বাসিন্দা রথীন্দ্রনাথ কুন্ডু তাঁর মেয়ের চিকিৎসা করান মালদহ শহরের একজন চিকিৎসকের কাছে। সেই সময় খেলতে গিয়ে তার নয় বছরের মেয়ে পায়ে আঘাত পায়। প্রথমে মালদহ শহরের এক চিকিৎসকের কাছে চেম্বারে চিকিৎসা করান। প্রাথমিক চিকিৎসার পর এক্সরে করে চিকিৎসক মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল অথবা বেসরকারি হাসপাতালে রোগীকে ভর্তি করার পরামর্শ দেন।
advertisement
advertisement
রথীন্দ্রনাথ অবশ্য তাঁর মেয়েকে বেসরকারি নার্সিংহোমেই ভর্তি করেন। সেখানে দুজন চিকিৎসক তাঁর মেয়ের অস্ত্রোপচার করে। কিন্তু তারপরেও রোগী সুস্থ না হয়ে ওঠায় একাধিকবার চিকিৎসকের কাছে নিয়ে আসে। পরবর্তীতে চিকিৎসকেরা ওই রোগীকে কলকাতায় রেফার করেন।
advertisement
রবীন্দ্রনাথ পরবর্তীতে মেয়েকে দক্ষিণ ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করান। প্রায় একমাস চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সেখানেও চিকিৎসকেরা মালদহে ভুল চিকিৎসা করানোর অভিযোগ তোলে। মেয়ে সুস্থ হয়ে ওঠার পর রথীন্দ্রনাথ বাবু সেই সময় মালদহ ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন।
advertisement
কলকাতার হাসপাতালের তালিকা জানতে ক্লিক করুন: https://www.local18.in/kolkata/
রথীন্দ্রনাথ কুন্ডু বলেন, “আমি খালি চোখেই দেখতে পাচ্ছি আমার মেয়ের ভুল চিকিৎসা হয়েছিল। পায়ের সমস্যা, পেটের অপারেশন হয়েছিল। পরে দক্ষিণ ভারতের চিকিৎসা করিয়ে মেয়েকে সুস্থ করি। মেয়ে সুস্থ হয়ে উঠলে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হই। প্রায় ছয় বছর পর আদালত রায় দিয়েছে। আমি খুশি”।
advertisement
বিভিন্ন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। মালদহ জেলা ক্রেতা সুরক্ষা দফতরের সহকারী অধিকর্তা তন্ময় সেনগুপ্ত বলেন, “মালদহ শহরের বিশিষ্ট চিকিৎসক ও একটি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। ভুল চিকিৎসার অভিযোগ করেন তিনি। আদালত রায় দিয়েছে। অভিযুক্তদের ৬ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2025 10:40 PM IST