West Bengal News: খেলার ছলে কাগজের প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সব শেষ! নদীতে তলিয়ে মৃত্যু হল ২ শিশুর

Last Updated:

কাগজের প্রতিমা বিসর্জনের পর নদীতে স্নানে নেমেছিল এক নাবালক ও তিন নাবালিকা। ডুব দিতেই নদীতে তলিয়ে মৃত্যু হল ২ জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অন্তর্গত ধাদোল পাড়া এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

ডুব দিতেই নদীতে তলিয়ে মৃত্যু হল ২ জন শিশুর
ডুব দিতেই নদীতে তলিয়ে মৃত্যু হল ২ জন শিশুর
দক্ষিণ দিনাজপুর: খেলার ছলে কাগজের তৈরি কালী প্রতিমা নদীতে বিসর্জন দিতে গিয়ে, জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ধাদোলপাড়া এলাকায়। মৃত দুই শিশুর নাম ইশা সরকার(৯) এবং মন্টি সরকার(১১)। তাদের বাড়ি ধাদলপাড়াতেই। মন্টি চতুর্থ শ্রেণির পড়ুয়া। আর ইশা তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।
এলাকার বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ধাদলপাড়া এলাকার তিন নাবালিকা ও এক নাবালক চারজনে মিলে খেলার ছলে কাগজের তৈরি কালী প্রতিমা তৈরি করে পুজো করে। পুজোর পর কাগজের প্রতিমা আত্রেয়ী নদীতে বিসর্জন দিতে যায়। ভেবেছিল একবারে স্নান সেরে বাড়ি ফিরবে। তবে ঘটনাচক্রে নদীতে প্রতিমা বিসর্জন করতে গিয়েই চারজন‌ শিশুই জলে তলিয়ে যায়। যার মধ্যে তিনজন শিশু কন্যা।
advertisement
advertisement
এরপরেই বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে হাত লাগালে কোনও মতে দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারে। বাকি দুই নাবালিকা জলে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুমারগঞ্জ থানার পুলিশ। পরবর্তীতে নদীতে ডুবুরি নামিয়ে স্থানীয় বাসিন্দা ও ডুবুরিদের সহায়তায় দুই নাবালিকাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাদের বরাহার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই দেহদুটি বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: খেলার ছলে কাগজের প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সব শেষ! নদীতে তলিয়ে মৃত্যু হল ২ শিশুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement