Animal Trafficking: মুখে কাপড় বেঁধে খাঁচাবন্দি হাজার হাজার টিয়াপাখি পাচারের আগেই মালদায় ধৃত ১!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
পাচার হওয়ার আগেই হাজার খানেক খাঁচাবন্দি টিয়া সমেত এক পাচারকারীকে গ্রেফতার করল মালদহ রেল পুলিশ (Animal Trafficking)।
#মালদা: পাচার হওয়ার আগেই হাজার খানেক খাঁচাবন্দি টিয়া সমেত এক পাচারকারীকে গ্রেফতার করল মালদহ রেল পুলিশ (Animal Trafficking)। মঙ্গলবার রাতে কলকাতাগামী ডাউন যোগবানী এক্সপ্রেসের একটি সংরক্ষিত কামরা থেকে ওই পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম শেখ শহিদ। কাটিহার থেকে যোগবানী এক্সপ্রেসে উঠেছিলেন। তাঁর টিকিট বর্ধমান পর্যন্ত সংরক্ষিত ছিল।
তবে, পাখিগুলি কোথা থেকে তিনি নিয়ে এসেছিলেন বা কোথায় পাচারের ছক ছিল তা এখনও স্পষ্ট হয়নি। ধৃতের কাছ থেকে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার টিয়াপাখি ও একটি বিরল প্রজাতির ময়না বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে যোগবানী এক্সপ্রেসে তল্লাশি চালান রেল পুলিশের জওয়ানরা। ট্রেনের স্লিপার কোচের ৮ নম্বর কামরা থেকে পাখিগুলি উদ্ধার হয়। পাখি সমেত ধৃত যুবককে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসারের হাতে তুলে দেওয়া হয়েছে।
advertisement
মালদা আরপিএফ এর ইন্সপেক্টর বি শর্মা আরও জানান, 'ধৃত যুবক কাটিহার থেকে টিকিট কেটে ট্রেনে উঠেছিল। আর সেই টিকিট বর্ধমান পর্যন্ত কাটা ছিল। বিশেষ সূত্রে খবর, আগে থেকেই ছিল যার ফলে ট্রেনটি যখন তিন নম্বর প্লাটফর্মে ঢুকে তখনই আমাদের আরপিএফ কর্মীরা ৮ নম্বর স্লিপার কোচের উঠে তল্লাশি চালিয়ে টিয়া পাখি সমেত ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে। তবে ধৃত ওই যুবক পাখিগুলি কোথা থেকে নিয়ে কোথায় যাচ্ছিল সেটা এখনও পরিষ্কার হয়নি। তবে ওই যুবক পাচারকারীর কাজে যুক্ত। আমরা উদ্ধার হওয়া পাখি গুলি সহ ধৃত ওই যুবককে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসারের হাতে তুলে দিয়েছি।'
advertisement
advertisement
ওই যুবককে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর কেউ এই দলে জড়়িয়ে কিনা তা দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2021 3:33 PM IST