Tourist Spot: মাছেদের খাওয়াতে পাহাড়ের বুকে এই ঝিলে ছুটে আসে পর্যটকেরা! কোথায় জানেন

Last Updated:

দূর দূরান্ত থেকে পাহাড়ের বুকে এই ছেলে মাছেদের খাবার খাওয়াতে ছুটে আসে পর্যটকেরা, পর্যটকদের দেওয়া মুড়ি পা রুটি খেতে জলের মধ্যে চোখের নিমিষে ভেসে ওঠে হাজার হাজার মাছ

+
মিরিক

মিরিক ঝিল

দার্জিলিং: উত্তরবঙ্গ মানেই পাহাড় জঙ্গল আর চা বাগানের অপরূপ মেলবন্ধন। সামনেই দুর্গাপুজো সেই অর্থেই পূজোর ছুটিতে প্রচুর পর্যটকদের ভিড় জমে উত্তরবঙ্গের সবুজের ঘেরা এই পাহাড়ে।
আরও পড়ুনঃ  ভোল পাল্টে ত্বক হবে উজ্জ্বল…! হারানো জেল্লা ফিরে পেতে লাগবে না ১টাকাও! ঘরোয়া ‘জিনিস’ করবে কামাল
পাহাড় মানে এই পর্যটকদের কাছে একটা আবেগের জায়গা। সেই অর্থেই হাতে একটু সময় পেলেই দূর-দূরান্ত থেকে পাহাড়ের শান্ত শীতল আবহাওয়ায় কিছুটা সময় কাটাতে ছুটে আসে পর্যটকেরা। উত্তরবঙ্গের চা বাগানে ঘেরা পাহাড়ের কোলে দূর-দূরান্ত থেকে মাছ দেখতে এবং মাছকে খাওয়াতে ছুটে আসে পর্যটকেরা।
advertisement
জানলে অবাক হবেন পর্যটকদের খেতে দেওয়া পাউরুটি এবং মুড়ি খেতে চোখের নিমিষে জলের উপর ভেসে ওঠে হাজার হাজার মাছ। বহু বছর ধরে দার্জিলিং এর মিরিক পাহাড়ের ঝিলে রয়েছে লক্ষ লক্ষ রঙ বেরঙের মাছ। বর্তমানে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই জায়গা। ছোট থেকে বড় সকলেই মাছকে পাউরুটি এবং মুড়ে দিতে ব্যস্ত, অনেকে আবার এই দৃশ্যকে ক্যামেরাবন্দিও করছে, চোখে নিমিষে হাজার হাজার মাছ সেই খাবার খেয়ে ফেলছে তা দেখে আনন্দে আত্মহারা পর্যটকরা।
advertisement
advertisement
এ প্রসঙ্গে সেখানকার এক স্থানীয় বাসিন্দা বলে এই মাছ দেখতে প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে ছুটে আসছে পর্যটকেরা, এবং এই মাছের খাবার বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে এই এলাকার স্থানীয় মহিলারা। পর্যটকরা এসে যখন খাবার কিনে মাছকে খাওয়ায় তখন খুব ভাললাগে,আয়ও ভালহয়।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tourist Spot: মাছেদের খাওয়াতে পাহাড়ের বুকে এই ঝিলে ছুটে আসে পর্যটকেরা! কোথায় জানেন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement