Home /News /north-bengal /
'দিনে ১৪ ঘণ্টা পড়তাম', সাফল্যের রহস্য ফাঁস করে জানাল উচ্চমাধ্যমিকে চতুর্থ সায়ন

'দিনে ১৪ ঘণ্টা পড়তাম', সাফল্যের রহস্য ফাঁস করে জানাল উচ্চমাধ্যমিকে চতুর্থ সায়ন

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

'দিনে ১৪ ঘণ্টা পড়তাম', সাফল্যের রহস্য ফাঁস করে জানাল উচ্চমাধ্যমিকে চতুর্থ সায়ন

 • Share this:

  #উত্তর দিনাজপুর: উচ্চমাধ্যমিকে এই অসাধারণ সাফল্যের পিছনে চাবিকাঠি ছিল একটাই, কঠোর পরিশ্রম। বোর্ড পরীক্ষায় দুর্দান্ত রেজাল্টের আশায় দিনে প্রায় ১৪ ঘণ্টা পড়াশোনা করত সায়ন কুমার দাস। ফল মিলেছে হাতে নাতে।

  উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ৪৭০ থেকে ৪৭৫ নম্বর পাবে বলে আশা করেছিল ইসলামপুর হাইস্কুলের ছাত্র সায়ন কুমার দাস। মেধাতালিকায় তার নাম উঠে আসবে এটা তার কাছে এখনও অবিশ্বাস্য বলে মনে হচ্ছে।

  আরও পড়ুন

  ‘স্কুলে কোনওদিন ফার্স্ট বা সেকেন্ড হয়নি’, উচ্চমাধ্যমিকে প্রথম হয়ে গ্রন্থন জানালেন এমনই

  ভবিষ্যতে গবেষক হতে চায় এই কৃতী ছাত্রটি। দিনে ১৪ ঘণ্টা পড়াশুনা করার পাশাপাশি গান শুনতে ভালবাসে সে। সায়নের এই সাফল্যে খুশী তার পরিবার।

  First published:

  Tags: 12th Result West bengal, Education, HS Result, India results, WB Class 12th result 2018, Wbchse 12th Result 2018, Wbresult, West bengal 12th class result 2018

  পরবর্তী খবর