মিলবে না পানীয় জল! বিঘ্নিত হতে পারে পরিষেবা, আপনার ওয়ার্ডে পাওয়া যাবে তো? ঝটপট দেখুন

Last Updated:

এই জরুরি ঘোষণা সামনে আসতেই শহরজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই আগাম জল জমিয়ে রাখার প্রস্তুতি শুরু করেছেন।

ফের বিঘ্নিত হতে পারে পানীয় জল পরিষেবা
ফের বিঘ্নিত হতে পারে পানীয় জল পরিষেবা
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শহরবাসীর জন্য নতুন চিন্তার কারণ! ফের বিঘ্নিত হতে পারে পানীয় জল পরিষেবা। শিলিগুড়ি পৌরনিগম জানিয়েছে, বিদ্যুৎ দফতরের প্রাক-পূজা মেরামতির কাজের জন্য শিলিগুড়ি শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে নির্দিষ্ট দিনে বিকেল থেকে জল পরিষেবা বন্ধ থাকবে। এখন প্রশ্ন হল, কোন ওয়ার্ডে কবে জল থাকবে না? সেই দিনক্ষণও জানানো হয়েছে।
১০ আগস্ট ও ৭ সেপ্টেম্বর: ১ নম্বর ওয়ার্ড থেকে ৪৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিকেলে জল পরিষেবা বন্ধ থাকবে।
১২ আগস্ট ও ২৮ আগস্ট: ৩১ নম্বর ওয়ার্ড থেকে ৩৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত একইভাবে জল সরবরাহ ব্যাহত হবে।
advertisement
২৩ আগস্ট: ৩৬ নম্বর ওয়ার্ড থেকে ৪৪ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিকেলে জল পরিষেবা বন্ধ থাকবে।
advertisement
আরও পড়ুনঃ ঘরে ঢুকে পড়ছে জল, ভাসছে ঘাটাল! কীভাবে দিন কাটাচ্ছে মানুষ? জানলে শিউড়ে উঠবেন!
এই জরুরি ঘোষণা সামনে আসতেই শহরজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই আগাম জল জমিয়ে রাখার প্রস্তুতি শুরু করেছেন। বর্ষার সময়ে জল সরবরাহ বন্ধ হলে দৈনন্দিন জীবনে ভোগান্তি আরও বাড়বে, এমনটাই আশঙ্কা শহরবাসীর একাংশের।
শিলিগুড়ি পৌরনিগমের তরফে নাগরিকদের উদ্দেশে আবেদন জানানো হয়েছে – আগেভাগে জল সংরক্ষণ করুন, যাতে পরিষেবা ব্যাহত হলেও প্রাথমিক প্রয়োজন মেটানো যায়। বিশিষ্ট মহলের মতে, প্রাক-পূজা সময়ে পরিকাঠামোগত উন্নয়ন যেমন জরুরি, তেমনই সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাকেও গুরুত্ব দিয়ে দেখতে হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যুৎ দফতরের প্রাক-পূজা মেরামতির কাজের জন্য শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে নির্দিষ্ট কয়েকটি দিনে পানীয় জল পরিষেবা বিঘ্নিত হবে। পৌরনিগমের তরফ থেকে আগেভাগেই দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই নাগরিকদের উদ্দেশে আগেভাগে জল সংরক্ষণেরও আবেদন জানিয়েছে পৌরনিগম।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মিলবে না পানীয় জল! বিঘ্নিত হতে পারে পরিষেবা, আপনার ওয়ার্ডে পাওয়া যাবে তো? ঝটপট দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement