Bangla Video: লাইনে দাঁড়িয়ে ভোট দিল পড়ুয়ারা! প্রধানমন্ত্রী সহ অন্যান্য পদ পাচ্ছেন নির্বাচনে জয়ী প্রার্থীরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Bangla Video: অকালে হলেও নির্বাচন সম্পর্কে খুদেদের সচেতন করতে এমনি এক ভোট পর্ব অনুষ্ঠিত হল প্রাথমিক স্কুলে। অবিকল নির্বাচন প্রক্রিয়ার মতই এখানে সমস্ত কিছু সংগঠিত করা হয়েছে
মালদহ: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পূর্ণ হল ভোটগ্রহণ। লোকসভা নির্বাচনে গোপনীয়তা বজায় রেখেই নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিলেন ভোটারেরা। ফল ঘোষণা হলেই গঠিত হবে নব নির্বাচিত বোর্ড। প্রধানমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রীর দায়িত্ব নিবেন জয়ী প্রার্থীরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই হল এই লোকসভা নির্বাচন। শান্তিশৃঙ্খলা বজায় রেখে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় খুশি সকলেই।
আরও পড়ুন: তুমুল বৃষ্টি,ফের দুর্যোগের ঘনঘটা বীরভূমে
অকালে হলেও নির্বাচন সম্পর্কে খুদেদের সচেতন করতে এমনি এক ভোট পর্ব অনুষ্ঠিত হল প্রাথমিক স্কুলে। অবিকল নির্বাচন প্রক্রিয়ার মতই এখানে সমস্ত কিছু সংগঠিত করা হয়েছে। ভোটের সাতদিন আগে থেকে স্কুলে হয়েছে ভোট প্রচার। প্রার্থীরা সকলেই নিজেদের জন্য ভোট প্রচার করেছেন অন্যান্যদের কাছে। ভোটের দিন নির্বাচনী কক্ষ তৈরি হয়েছে সেখানে প্রিজাইডিং অফিসার থেকে সমস্ত কিছুই ছিল। গোপনীয়তা বজায় রাখতে ভোটদান কক্ষ আলাদা করা হয়েছিল। আই কার্ড লম্বা লাইনে দাঁড়িয়ে স্কুলের পড়ুয়ারা ভোট দিতে এসেছিল। সকলেই নিজেদের পছন্দের প্রার্থীকে গোপনীয়তা বজায় রেখে ভোট দিয়েছে। ভোটার সৌম্যদ্বীপ ভাস্কর বলে, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। ভোট দিয়ে খুব ভাল লাগলো। তবে তাকে ভোট দিয়েছি, এটি আমার গোপনীয়তা কাউকে বলা যাবে না।
advertisement
শিক্ষা দফতরের নির্দেশ মেনেই মালদহ শহরের ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক স্কুলে অনুষ্ঠিত হল এই শিশু সংসদ নির্বাচন।নির্বাচনের নিয়ম মেনেই, বিদ্যালয়ের ক্ষুদে ছাত্ররা লাইনে দাড়িয়ে ভোট দিয়ে বেছে নিলেন তাদের পছন্দের প্রার্থীকে।তাদের ভোটেই নির্বাচিত হবে স্কুলে আগামী প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, ক্রীড়া মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। স্কুলের সহশিক্ষক মানিক সাহা বলেন, শিক্ষা দফতরের নির্দেশেই শিশু সংসদ নির্বাচন হল স্কুলে। এই নির্বাচনের মধ্যে দিয়ে শিশু সংসদ গঠিত হবে। পাশাপাশি শিশুরা নির্বাচন সম্পর্কে সচেতন হতে পারবে এখন থেকেই।
advertisement
advertisement
আগামীতে যারা স্কুলের শিক্ষকদের সাহায্যে, বিদ্যালয়ের মিড ডে মিল, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে।প্রয়োজনে কোন গুরুত্বপূর্ণ বিষয়, অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক।সেখানে মন্ত্রীরা ছাড়াও উপস্থিত থাকবেন প্রতিটি দফতরের চারজন করে প্রতিনিধি। শিক্ষা দফতরের পক্ষ থেকে শিশুদের এখন থেকে নির্বাচন সম্বন্ধে সচেতন করতে এই ধরনের পরিকল্পনা হয়েছে।
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2024 5:07 PM IST