Viral Restaurant: নদীর পারে প্রাকৃতিক সৌন্দর্য ও সুস্বাদু খাবারের সম্ভার! এই রেস্তরাঁ মন কাড়ছে সকলের

Last Updated:

কোচবিহারের সদর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া তোর্ষা নদীর ধারে এই নতুন রেস্তোরাঁ তৈরি করা হয়েছে। যেখানে নদীর ধারের প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে। তেমনি রয়েছে আকর্ষণীয় খাবারের সম্ভার।

+
রেস্তোরাঁর

রেস্তোরাঁর বসার জায়গা

কোচবিহার: যে কোনও মানুষ চায় প্রকৃতির কোলে বসে সুন্দর সুস্বাদু খাওয়ার উপভোগ করতে। তবে শহরের কোলাহলের মাঝে সচরাচর এই সুযোগ আসে না । তবে এবার এক নতুন রেস্তরাঁ শুরু হল কোচবিহারে।
যেখানে শহরের মাঝেই প্রকৃতির কোলে বসে সুন্দর সুস্বাদু খাওয়ার উপভোগ করতে পারবে যে কেউ। কোচবিহারের সদর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া তোর্ষা নদীর ধারে এই নতুন রেস্তরাঁ তৈরি করা হয়েছে। যেখানে নদীর ধারের প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে, তেমনি রয়েছে আকর্ষণীয় খাদ্যের সম্ভার । যা সকলের মন আকর্ষণ করছে ইতিমধ্যেই।
advertisement
advertisement
রেস্তোরাঁর এক কর্ণধার দিবাকর চন্দ জানান, “তাঁদের কাছে ভারতীয়, চাইনিজ, কন্টিনেন্টাল-সহ প্রায় সমস্ত ধরনের খাবারের আইটেম পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে বেশ কিছু আকর্ষণীয় স্ট্রিট ফুডের সম্ভারও।’’  তবে দামের দিকে তাঁরা একটু বিশেষ খেয়াল রাখছেন। এখানে খাবারের দাম একেবারেই নাগালের মধ্যে৷  স্ট্রিট ফুডের দামেই রেস্তরাঁয় খেতে পারবেন।
advertisement
এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই। সব মিলিয়ে এই পরিবেশ সকলের পছন্দ হবে এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব। বহু মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছেন।
রেস্তরাঁর আর এক কর্ণধার সুজয় সরকার জানান, “এই রেস্তরাঁর পাশ দিয়ে বয়ে যাওয়া তোর্ষা নদীর সৌন্দর্য সকলের পছন্দ হবে। এছাড়া আগেও এখানে বহু মানুষের ভিড় জমতো। তবে এই রেস্তরাঁর কারণে এখন সেই ভিড় আরও কিছুটা বাড়ছে৷”
advertisement
রেস্তরাঁর এক গ্রাহক রাজীব ধর জানান, “নদীর ধারে সকাল-সন্ধে বহু মানুষ ভিড় জমান। আড্ডা দিতে কিংবা চা খেতে আসেন। তবে এবার এই রেস্তরাঁ সকলের জন্য দারুণ সুযোগ করে দিয়েছে আড্ডা দেওয়ার।”
সামনেই আসন্ন দুর্গা পুজো। পুজোর আগেই এই রেস্তরাঁ ইতিমধ্যেই বহু মানুষকে আকর্ষণ করতে শুরু করেছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত বহু মানুষের আনাগোনা লেগেই থাকছে এখানে। আগামীতে এই সংখ্যা আরও বাড়বে এমনটাই জানাচ্ছেন প্রকৃতি প্রেমীরা। তবে জেলায় এমন রেস্তরাঁ শহরের মাঝে আর একটা নেই এটুকু সহজেই বলা সম্ভব। তাই দেরি না করে অবশ্যই ঘুরতে আসতে পারেন এখানে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Restaurant: নদীর পারে প্রাকৃতিক সৌন্দর্য ও সুস্বাদু খাবারের সম্ভার! এই রেস্তরাঁ মন কাড়ছে সকলের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement