Viral Shop: প্রায় ৩৩ বছর ধরে সমান জনপ্রিয়! এই দোকানের বিশেষ খাবার মন আকর্ষণ করে বহু ক্রেতার
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
শহর কোচবিহারে সন্ধ্যা নামলেই প্রচুর মানুষ ভিড় জমান ফাস্ট ফুডের দোকানে। তবে জেলার এক বিশেষ দোকান চপ বিক্রি করেই প্রসিদ্ধ নাম হয়ে উঠেছে জেলার মধ্যে। শহরের রেল গুমটির এলাকায় সন্ধ্যার আগে থেকে শুরু হয় এই দোকান।
কোচবিহার: শহর কোচবিহারে সন্ধ্যা নামলেই প্রচুর মানুষ ভিড় জমান ফাস্ট ফুডের দোকানে। তবে জেলার এক বিশেষ দোকান চপ বিক্রি করেই প্রসিদ্ধ নাম হয়ে উঠেছে জেলার মধ্যে। শহরের রেল গুমটির এলাকায় সন্ধ্যার আগে থেকে শুরু হয় এই দোকান। দোকানের শুরু থেকেই মানুষের ভিড় দেখা যায় এই দোকানে। যদিও এই সমস্ত কোন বিষয় নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই দোকানের মালিকের। তিনি দিব্য দিনে প্রায় ৪৫০ থেকে ৫০০ টি চপ বিক্রি করে চলেছেন প্রতিনিয়ত। সব মিলিয়ে কোচবিহার জেলার মধ্যে এই চপের দোকানের ভক্তের সংখ্যা নেহাত কম নয়।
আরও পড়ুনঃ রঙ খেলার আগে মুখে-গায়ে-হাতে এই জিনিস লাগানো মাস্ট! ত্বকের সৌন্দর্য থাকবে অটুট, আরও বাড়বে গ্লো
দোকানের কর্নধার সুবল বিশ্বাস জানান, “দীর্ঘ প্রায় ৩৩ বছরের বেশি সময় ধরে এই চপের স্বাদ ও মান অপরিবর্তিত রেখেছেন তিনি। তাই তাঁর দোকানের এই চপ খেতে শুধু কোচবিহারের নয় জেলার বাইরের ও বহু মানুষ এসে থাকেন। তাঁর এই চপের দোকানে রয়েছে ভেজিটেবল চপ, চিংড়ির চপ, চিকেন চপ, ডিমের চপ এবং মাংসের চপ। তাই সন্ধ্যে নামলেও কোচবিহারের মানুষেরা ভিড় জমায় এই দোকানে। অনেকেই তো অনেকটা দূর থেকে আসেন সন্ধ্যের সময় চপের আমেজে মেতে উঠতে।”
advertisement
দোকানের এক গ্রাহক রেশমী সরকার জানান, “দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই চপের দোকান জনপ্রিয়তা লাভ করেছে সকলের মধ্যে। ফলে জেলায় অন্যান্য চপের দোকানের থেকে এই চপের দোকানে ভিড়ের মাত্রা বেশি। আজ পর্যন্ত এই চপের মধ্যে সেই প্রথম সময়ের মতোই স্বাদ পাওয়া যায় এমনটাই জানান বহু মানুষ। এই দোকানের চপ খেতে দারুণ সুস্বাদু। অন্যান্য দোকানের তুলনায় এই দোকানের চপ একেবারেই আলাদা। এই দোকানের চপের দাম রয়েছে সকলের সাধ্যের মধ্যে। মাত্র ১৫ টাকা থেকে শুরু হয় এই দোকানের চপের দাম। বহু ক্রেতারা দোকান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ভিড় জমাতে শুরু করেন।”
advertisement
advertisement
দীর্ঘ সময় পরেও এই দোকানের চপ আজও সমান জনপ্রিয় জেলার বুকে। জেলার মানুষদের কাছে সন্ধ্যে নামলেই এক আকর্ষণের জায়গায় পরিণত হয় এই চপের দোকান। তাইতো বহু দূর-দূরান্তের মানুষেরাও এই দোকানে ভিড় করেন।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2025 12:52 AM IST