Viral FastFood Shop: আচমকা ভাইরাল খাবারের দোকান! দূরদুরান্ত থেকে মোমোর লোভে ছুটে আসছেন ক্রেতারা

Last Updated:

এই দোকানের খাবারের স্বাদের মধ্যে এক আলাদা পাহাড়ি ছোঁয়া রয়েছে

+
মোমো

মোমো

কোচবিহার: জেলা কোচবিহারে সঠিক পাহাড়ি স্বাদের খাবারের দোকান ছিল না। তবে এবার এক নতুন দোকান সেই অভাব পূরণ করে দিয়েছে। জেলার রাজমাতা দিঘি চত্বর এলাকায় শুরু হয়েছে এক নতুন দোকান। এই দোকানের কর্নধার এবং দোকানের সমস্ত খাবার সবটাই অনেকটা আলাদা জেলার অন্যান্য দোকানের চাইতে। তাইতো এখানে বিকেল থেকে সন্ধে পর্যন্ত বহু মানুষের ভিড় জমছে। বহু মানুষ আবার বাড়িতেও নিয়ে যাচ্ছেন এই দোকানের সমস্ত খাবার। ইতিমধ্যেই জেলার এই নতুন দোকান বেশ অনেকটাই ভাইরাল হয়ে উঠেছে জেলার মধ্যে।
দোকানের এক এক কর্ণধার শুভম বিশ্বকর্মা জানান, তাঁর জন্ম কালিম্পং শহরে। এরপর তিনি সামসিং শহরে যান। তবে তিনি ঠিক করেন কোচবিহারে এসে দোকান শুরু করবেন। সেই মত কোচবিহারে এসে পাহাড়ের স্বাদের মোমো এবং আরও অন্যান্য খাবার তৈরি শুরু করেন তিনি। বর্তমানে তাঁর দোকানে ক্রেতাদের ভিড় থাকে সবসময়। খুব একটা বেশি সময় হয়নি এই দোকানের শুরু। তবে ইতিমধ্যেই এই দোকান বেশ অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে। বহু মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে এই দোকানের নাম। তাইতো দূরেরও বহু মানুষ আসেন তাঁদের দোকানে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দোকানের আরেক কর্নধার অলফনসো সাইলি জানান, জেলার মধ্যে একাধিক দোকান রয়েছে ফাস্টফুডের। তবে শুধুমাত্র তাঁরাই পাহাড়ের স্বাদের খাবার তৈরি করে থাকেন। রয়েছে মোমো, থুকপা, ফালেই এবং আরও বেশকিছু খাবার। দামও রাখা হয়েছে একেবারেই কম। যা সকলে খেতে পারবেন। দোকানের এক ক্রেতা আশা পারভিন জানান, “এই দোকানের খাবারের স্বাদের মধ্যে এক আলাদা পাহাড়ি ছোঁয়া রয়েছে। যেই কারণে এই খাবারের স্বাদেই অর্ধেক পাহাড় ভ্রমণ হয়ে যায় কোচবিহারে বসে থেকেই। এছাড়া দাম অনুযায়ী খাবারের পরিমাণ ও কোয়ালিটি সত্যিই সুন্দর।”
advertisement
বর্তমান সময়ে তাই জেলার মধ্যে খুব অল্প সময়ে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে এই দোকানের নাম। জেলার বহু মানুষ অনেকটাই পছন্দ করছেন এই দোকানের খাবার স্বাদ নিতে। পাহাড়ে না গিয়েও পাহাড়ি স্বাদ উপভোগ করতে চাইলে এই দোকান হতে পারে সঠিক ঠিকানা। জেলায় ঘুরতে আসা বহু পর্যটকও এই দোকানের খাবার বেশ অনেকটাই পছন্দ করছেন।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral FastFood Shop: আচমকা ভাইরাল খাবারের দোকান! দূরদুরান্ত থেকে মোমোর লোভে ছুটে আসছেন ক্রেতারা
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement