ভাঙন রোধে অভিনব উপায়ে নদী পাহারা! কেন এই সিদ্ধান্ত রতুয়াবাসীর?

Last Updated:

ভাঙন রোধের কাজে বাধা রুখতে লাঠি হাতে পাহারা শুরু করেন মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের পশ্চিম রতনপুরের ভাঙন কবলিত এলাকার বাসীন্দারা। এদিন তারা লাঠি হাতে নদীপাড় এলাকা পাহারা দেন। ভূতনির বাধাদানকারীদের দেখলেই তাদের শায়েস্তা করার হুঁশিয়ারি দেন রতুয়ার ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা।

+
ভাঙন

ভাঙন রোধের কাজে বাধা রুখতে লাঠি হাতে বাসিন্দারা

জিএম মোমিন, মালদহ: চলছিল ভাঙন রোধের কাজ, হঠাৎ ভাঙন রোধের কাজে বাধা গ্রামবাসীর একাংশের। এরপর থমকে যায় ভাঙন রোধের কাজ। যার ফলে ব্যাপক হারে নদী ভাঙনে তলিয়ে যায় একাধিক বাড়ি ঘর। এরপরই বাধাদানকারীদের বিরুদ্ধে লাঠিহাতে সরব হন গ্রামবাসীরা। ঘটনায় বাধা দে‌ওয়ার অভিযোগ উঠেছে মালদহের ভুতনি এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে। ভাঙন রোধের কাজে বাধা রুখতে লাঠি হাতে পাহারা শুরু করেন মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের পশ্চিম রতনপুরের ভাঙন কবলিত এলাকার বাসীন্দারা। এদিন তারা লাঠি হাতে নদীপাড় এলাকা পাহারা দেন। ভূতনির বাধাদানকারীদের দেখলেই তাদের শায়েস্তা করার হুঁশিয়ারি দেন রতুয়ার ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ, তাদের এলাকায় কোশী নদী ফুলেফুঁপে উঠেছে। নদীতে জলস্ফীতির কারণে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে বহুবার ভিটেমাটিহীন হতে হয়েছে তাদের। তাই সেচ দফতর ভাঙন প্রতিরোধের জন্য কাজ শুরু করেছিল। ঠিকাদার স্থানীয় শ্রমিকদের মাধ্যমে ভাঙন প্রতিরোধের কাজ করছিলেন। কিন্তু ভূতনিবাসীর একাংশ সম্প্রতি পশ্চিম রতনপুরে এসে ঠিকাদারকে ভয় ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়ে কাজে বাধাদান করেন। এরপরই থমকে যায় কাজ। যার ফলে ভাঙন দেখা দেয় এলাকায়। তারা চান সেচ দফতর পুনরায় ভাঙন প্রতিরোধের কাজ শুরু করুক। যাতে নদী ভাঙনের হাত থেকে তারা রক্ষা পান।
advertisement
advertisement
শুধু কোশী নদী নয় জেলার গঙ্গা, ফুলাহার, কালিন্দ্রী, মহানন্দা সহ একাধিক নদীর জলস্তর বাড়ায় ভাঙন পরিস্থিতি দেখা দিয়েছে জেলা জুড়ে। যার ফলে সমস্যায় পড়েছেন নদী পাড়ের বাসিন্দারা। তবে ভাঙন রোধের কাজে বাধাদানের মত ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে জেলাবাসীদের মধ্যে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভাঙন রোধে অভিনব উপায়ে নদী পাহারা! কেন এই সিদ্ধান্ত রতুয়াবাসীর?
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement