Siliguri News: দিতে হবে মাত্র ৯৯ টাকা, পাবেন যত খুশি ফুচকা... কোথায় মিলছে এমন অফার?
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Siliguri News: সারাবছর ধরেই ভানুদা দই ফুচকা, চাটনি ফুচকা, চিকেন এই সবকিছু মানুষের কাছে নিয়ে এসেছেন। শুধু তাই নয় তিনি ফুচকার জলের মধ্যেও ওই স্বাদের পরিবর্ত ন করেন।
শিলিগুড়ি: ফুচকা খেতে কার না ভাল লাগে। ফুচকার প্রতি বাঙালির অন্যরকম একটা মোহ রয়েছে। রাস্তায় বের হলে অধিকাংশ মানুষই আর কিছু খান না খান, ফুচকা অবশ্যই খাবেন। আলু মাখা, সঙ্গে টক জল, এই দুটো কথা শুনলেই যে কেউ বুঝবেন যে কীসের কথা বলা হচ্ছে! হ্যাঁ, তা আমাদের বড় সাধের ফুচকা! জিরে গুঁড়ো, পুদিনা পাতা, নুন, লঙ্কা দিয়ে জিভে জল আনা এই আলু মাখাটাই আসলে ফুচকার বিশেষত্ব।
এই ভাললাগাটাকেই হাতিয়ার করলেন এক ফুচকা বিক্রেতা। ফুচকা প্রেমীদের জন্য এক নতুন অফার নিয়ে এল ভানুদার ফুচকা। যত খুশি ফুচকা খাও অফার চালাচ্ছেন তিনি। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ঢাকেশ্বরী কালী মন্দিরের পাশে এই অফারের মজা লুটতে ফুচকা খেতে দিন দিন ভিড় উপচে পড়ছে তাঁর দোকানে।
৯৯ টাকায় ‘আনলিমিটেড’ ফুচকা এটা দেখে হয়তো ফুচকাপ্রেমীদের চোখ কপালে ওঠার জোগার। কিন্তু অবাক হলেও এটাই সত্যি। একেবারে পেট ভরে মাত্র ৯৯ টাকায় ফুচকা খাওয়া যাবে এই দোকানে । ফুচকায় বিভিন্ন পুর ভরে বিক্রি করার চল বেশ কয়েকদিন হল শুরু হয়েছে। সারা বছর ধরেই ভানুদা দই ফুচকা, চাটনি ফুচকা, চিকেন এই সবকিছু মানুষের কাছে নিয়ে এসেছেন। শুধু তাই নয় তিনি ফুচকার জলের মধ্যেও ওই স্বাদের পরিবর্তন করেন।
advertisement
advertisement
সিজন দেখে ফলের জল বানান তিনি। এই মরশুমে যেমন ফুচকার সঙ্গে মিলছে কুলের জল। ভানুবাবুর কথায়, “সারা বছর ধরেই আমি ফুচকা প্রেমীদের জন্য নতুন নতুন কিছু অফার নিয়ে আসি। আমার ইচ্ছে এই ৯৯ টাকার অফার আমি গোটা বছর জুড়েই রাখব। প্রচুর লোকে ভিড় করছেন আমার দোকানে।” ফুচকা খেতে এসে বিমল রায় বলেন, ” আমি মাঝে মাঝেই অফিস থেকে ফেরার সময় ভানুদার দোকানে আসি। এই দোকানের মতো ফুচকা শিলিগুড়ি আর কোথাও পাওয়া যায় না। ৯৯ টাকার অফার শুনে ভীষণ লোভ হচ্ছে। ” ভিড় থাকছে প্রায় রাত ৯টা পর্যন্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 29, 2024 5:04 PM IST