Udayan Guha: প্রয়াত বাবার দিকে আঙুল তুলেছিলেন, অভিষেকের এক ধমকেই পাল্টি খেলেন উদয়ন?
- Published by:Debamoy Ghosh
- local18
Last Updated:
COB_TMC_MEETING_VIS_SHUBHANKOR
শুভঙ্কর সাহা, কোচবিহার: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধমক খেয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিন দুয়েক আগেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনহাটায় ঘোষণা করেছিলেন, পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের আসন জেতা তো দূরের কথা, যদি কোনও আসনে বিরোধীরা প্রার্থী দেয় তাহলে দলের নেতারা দায়ী থাকবে।
সেই ঘোষণার তিন দিনের মাথায় কোচবিহার জেলা তৃণমুল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বললেন, 'বিরোধীরা যদি প্রার্থী দিতে পারে তাহলে দেবে। তবে এটুকু বলতে পারি বিজেপি সব আসনে প্রার্থী দিতে পারবে না।'
advertisement
advertisement
রাজনৈতিক মহলের ধারণা, গতকাল ভার্চুয়াল বৈঠকে কোচবিহার জেলার দুই নেতা রবীন্দ্রনাথ ঘোষ ও উদয়ন গুহকে ধমক দিয়েছেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরই মন্ত্রীর এই ভোলবদল। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা তৃণমুল নেতাদের ভার্চুয়াল বৈঠকে কেন জেলা কমিটি ঘোষণা করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন। তারপরই এ দিন কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠকে বসেন জেলা তৃনমুল নেতারা। বৈঠক শেষে জেলা তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ৭০ জনের জেলা কমিটি তৈরি কিরে অনুমোদনের জন্য রাজ্যে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন এলেই জেলা কমিটির নাম ঘোষণা করা হবে।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার বারই দাবি করছেন, এবারের পঞ্চায়েত ভোট হবে অবাধ এবং শান্তিপূর্ণ৷ বিরোধীরা যাতে প্রার্থী দিতে গিয়ে বাধা না পান, সে বিষয়ে দলের নেতাদের একাধিকবার সতর্ক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ যদিও উদয়ন গুহের মতো বহু নেতাই সেই পরামর্শে কান না দিয়ে বিরোধীদের শাসানি দিয়ে রেখেছেন৷
advertisement
কিছুদিন আগেও বিতর্কে জড়িয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী৷ বাম আমলে চাকরি দুর্নীতির প্রসঙ্গে বলতে গিয়ে নিজের বাবা প্রয়াত কমল গুহর দিকেই আঙুল তুলেছিলেন তিনি৷ যা নিয়ে কম বিতর্ক হয়নি৷ তার পরেই বিরোধীদের কার্যত হুঁশিয়ারি দেন তিনি। সেই মন্তব্য যে তিনি ভাল ভাবে নেননি, রবিবারের ভার্চুয়াল বৈঠকেই উদয়নকে তা বুঝিয়ে দেন অভিষেক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
April 11, 2023 4:57 PM IST