Udayan Guha on RG Kar protest: 'জিন্স পরা, বয়েজ কাট চুলের মহিলারা মদের ঠেক ভাঙতে যান না!' বিতর্ক বাড়ালেন মন্ত্রী উদয়ন

Last Updated:

ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

আরজি কর কাণ্ডের প্রতিবাদকে কটাক্ষ উদয়নের৷
আরজি কর কাণ্ডের প্রতিবাদকে কটাক্ষ উদয়নের৷
শুভঙ্কর সাহা, কোচবিহার: আরজি কর কাণ্ডে প্রতিবাদী মহিলাদের কটাক্ষ করে বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ৷ আরজি কর আন্দোলনে শামিল হওয়া মহিলাদের জিন্স পরা, বয়েজ কাট চুলের বলে মন্তব্য করেন তিনি৷ শুধু তাই নয়, টেলিভিশনে প্রচার এবং সংবাদপত্রে ছবি বেরনোর লোভেই এই আন্দোলন চলছে বলেও কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী৷
গতকাল আরজি কর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে কোচবিহারে তৃণমূলের একটি বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন উদয়ন গুহ৷ সেখানেই এই বিতর্কিত মন্তব্য করেন তিনি৷
advertisement
গ্রাম এবং শহুরে মহিলাদের আন্দোলনের মধ্যে তুলনা টেনে উদয়ন বলেন, ‘মদের ঠেক, জুয়ার ঘাঁটি ভাঙার জন্য গ্রামের মহিলারা আন্দোলন করেন৷ কিন্তু কোনও দিন দেখিনি কোনও জিন্স পরা মহিলা মদের ঠেক ভাঙতে যাচ্ছেন৷ বয়েজ কাট চুলের কোনও মহিলাকে দেখিনি মদের ঠেক, জুয়ার ঠেক ভাঙতে রাস্তায় নামতে৷ কারণ ওগুলোতে ঠিক আবেগ আসে না, ব্যাপারটা জমে ওঠে না৷ ওগুলো তো গ্রামের গরিব মানুষ করবে, গ্রামের মা বোনেরা করবেন৷ আমরা যে আন্দোলন করব সেটা টিভিতে দেখাবে, ইংরেজি খবরের কাগজে ছবি হবে৷ সেই আন্দোলনই নয়৷ আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যাতে মরে না যান, সেটা নিয়ে আন্দোলন করব না৷ তাই আগে বলব ঘর সামলান৷ যে লটারির দোকান, মদের দোকানে আপনার স্বামী, ভাই দিনের রোজগার সব পয়সা ঢেলে দিচ্ছে সেদিকেও লক্ষ্য রাখুন৷ কত রকম গল্প বেরোচ্ছে৷’
advertisement
একা উদয়ন গুহ নন, আরজি কর কাণ্ড নিয়ে মন্তব্য করে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ আরজি কর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসক এবং সাধারণ মানুষকে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে৷
আবার আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বিপাকে পড়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়৷ কলকাতা পুলিশের পক্ষ থেকে তলব করা হয়েছে তাঁকে৷ আরজি কর কাণ্ডে মুখ খুলে দলে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Udayan Guha on RG Kar protest: 'জিন্স পরা, বয়েজ কাট চুলের মহিলারা মদের ঠেক ভাঙতে যান না!' বিতর্ক বাড়ালেন মন্ত্রী উদয়ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement