Udayan Guha on RG Kar protest: 'জিন্স পরা, বয়েজ কাট চুলের মহিলারা মদের ঠেক ভাঙতে যান না!' বিতর্ক বাড়ালেন মন্ত্রী উদয়ন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
শুভঙ্কর সাহা, কোচবিহার: আরজি কর কাণ্ডে প্রতিবাদী মহিলাদের কটাক্ষ করে বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ৷ আরজি কর আন্দোলনে শামিল হওয়া মহিলাদের জিন্স পরা, বয়েজ কাট চুলের বলে মন্তব্য করেন তিনি৷ শুধু তাই নয়, টেলিভিশনে প্রচার এবং সংবাদপত্রে ছবি বেরনোর লোভেই এই আন্দোলন চলছে বলেও কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী৷
গতকাল আরজি কর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে কোচবিহারে তৃণমূলের একটি বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন উদয়ন গুহ৷ সেখানেই এই বিতর্কিত মন্তব্য করেন তিনি৷
advertisement
গ্রাম এবং শহুরে মহিলাদের আন্দোলনের মধ্যে তুলনা টেনে উদয়ন বলেন, ‘মদের ঠেক, জুয়ার ঘাঁটি ভাঙার জন্য গ্রামের মহিলারা আন্দোলন করেন৷ কিন্তু কোনও দিন দেখিনি কোনও জিন্স পরা মহিলা মদের ঠেক ভাঙতে যাচ্ছেন৷ বয়েজ কাট চুলের কোনও মহিলাকে দেখিনি মদের ঠেক, জুয়ার ঠেক ভাঙতে রাস্তায় নামতে৷ কারণ ওগুলোতে ঠিক আবেগ আসে না, ব্যাপারটা জমে ওঠে না৷ ওগুলো তো গ্রামের গরিব মানুষ করবে, গ্রামের মা বোনেরা করবেন৷ আমরা যে আন্দোলন করব সেটা টিভিতে দেখাবে, ইংরেজি খবরের কাগজে ছবি হবে৷ সেই আন্দোলনই নয়৷ আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যাতে মরে না যান, সেটা নিয়ে আন্দোলন করব না৷ তাই আগে বলব ঘর সামলান৷ যে লটারির দোকান, মদের দোকানে আপনার স্বামী, ভাই দিনের রোজগার সব পয়সা ঢেলে দিচ্ছে সেদিকেও লক্ষ্য রাখুন৷ কত রকম গল্প বেরোচ্ছে৷’
advertisement
একা উদয়ন গুহ নন, আরজি কর কাণ্ড নিয়ে মন্তব্য করে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ আরজি কর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসক এবং সাধারণ মানুষকে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে৷
আবার আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বিপাকে পড়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়৷ কলকাতা পুলিশের পক্ষ থেকে তলব করা হয়েছে তাঁকে৷ আরজি কর কাণ্ডে মুখ খুলে দলে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2024 2:04 PM IST