তৃণমূলে যোগ দিতে চলেছেন উদয়ন গুহ

Last Updated:

ফরওয়ার্ড ব্লক বিধায়ক উদয়ন গুহ কি তৃনমূলে যোগ দিচ্ছেন ? এমনই জল্পনা শুরু হয়েছে । ফরওয়ার্ড ব্লকের একটি সূত্র থেকে জানা গিয়েছে বুধবার কলকাতায় দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি । খুব শীঘ্রই তৃণমূলে যোগ দিতে চলেছেন উদয়নবাবু ।

#কোচবিহার: ফরওয়ার্ড ব্লক বিধায়ক উদয়ন গুহ কি তৃনমূলে যোগ দিচ্ছেন ? এমনই জল্পনা শুরু হয়েছে । ফরওয়ার্ড ব্লকের একটি সূত্র থেকে জানা গিয়েছে বুধবার কলকাতায় দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি । খুব শীঘ্রই তৃণমূলে যোগ দিতে চলেছেন উদয়নবাবু । বহুবার তার দল বদলে তৃণমূলে যাওয়ার খবর ছড়ায় । তবে এবার সব জল্পনার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে । বৃহস্পতিবার কলকাতা থেকে কোচবিহার আসেন । দিনহাটায় কদিন নিজের বাড়িতে থাকবেন । উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লক দলের দিনহাটার বিধায়ক ছাড়াও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ও জেলা সম্পাদক । দিনহাটা পৌরসভার চেয়ারম্যান উদয়ন গুহ বলেন , এব্যাপারে এখনই কোনো মন্তব্য করবেন না তিনি । কোন সংবাদমাধ্যম কি দেখাচ্ছে সেটা তাদের ব্যাপার । দলীয় সুত্রে খবর রাজ্য সম্পাদক অশোক ঘোষের সঙ্গে টানা কিছুদিন ধরেই তাঁর সম্পর্কে ভাঙ্গন ধরেছিল । ফেসবুকেও নাম না করে অনেকবার উদয়ন বাবু অশোককে কটাক্ষ করে স্ট্যাটাস দিয়েছিলেন । যা থেকেই স্পষ্ট ছিল তার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভের বিষয়টি । তবে এখন তার তৃণমূলে যোগ দেওয়া খালি সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
তৃণমূলে যোগ দিতে চলেছেন উদয়ন গুহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement