• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • কোচবিহারে খেলতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২ বছরের শিশু

কোচবিহারে খেলতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২ বছরের শিশু

Representational Image

Representational Image

কোচবিহারের বানেশ্বরে খেলতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত‍্যু। পোল্ট্রি ফার্মের গায়ে লাগানো বিদ‍্যুৎ সংযোগ থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে । বিদ‍্যুৎস্পৃষ্ট আরও এক শিশুও।

 • Share this:

  #কোচবিহার: কোচবিহারের বানেশ্বরে খেলতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত‍্যু। পোল্ট্রি ফার্মের গায়ে লাগানো বিদ‍্যুৎ সংযোগ থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে । বিদ‍্যুৎস্পৃষ্ট আরও এক শিশুও।

  আরও পড়ুন: প্রথম 'প্রাক্তন' মুখ্যমন্ত্রীর মেরিনা-সমাধি, শেষ শ্রদ্ধা মোদির

  মঙ্গলবার সন্ধেয় পোল্ট্রি ফার্মের পাশেই দু’বছরের ইন্দ্রাক্ষী সরকার , সাড়ে তিন বছরের দাদা কৌশিক সরকারের সঙ্গে খেলা করছিল। মুলি বাঁশ ও টিনের নেট দিয়ে ঘেরা পোল্ট্রি ফার্ম। চুরি আটকাতে চারদিকে বিদ্যুতের সংযোগ লাগানো ছিল।

  আরও পড়ুন: ঝকঝকে রোদই সার, আগামী ২ ঘণ্টা বৃষ্টিতে ভাসবে কলকাতা

  খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইন্দ্রাক্ষীর। গুরুতর আহত কৌশিক কোচবিহারের এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পলাতক পোল্ট্রি মালিক কৃষ্ণ দাস।

  আরও পড়ুন: এখনও অরক্ষিত বহু এটিএম, টাকা তুলতে ভয় পাচ্ছেন গ্রাহকরা

  First published: