ঝকঝকে রোদই সার, আগামী ২ ঘণ্টা বৃষ্টিতে ভাসবে কলকাতা
Last Updated:
#কলকাতা: কথায় বলে, সকাল দেখেই নাকি বাকি দিনটা কেমন যাবে তা আন্দাজ করা যায় ৷ কিন্তু সকালটা রোদ ঝলমলে হলেও সেই আবহাওয়া বেশিক্ষণ স্থায়ী হল না ৷ আগেই আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, বিকেলের দিকে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, হাওড়া, দঃ ২৪ পরগনাতে আজ বিকেলে হতে বিক্ষিপ্ত বৃষ্টি ৷ ফলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধ করা হয়েছে ৷ আজকের পূর্বাভাস অনুযায়ী, বিকেলের দিকে ফের বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ৷ হাওয়া অফিস সূত্রে খবর, স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে গভীর নিম্নচাপ। বালাসোর দিয়ে এখন ওড়িশার স্থলভাগে ঢুকছে এই মেঘ। সুস্পষ্ট নিম্নচাপরূপে এখন কেওনঝাড়ে অবস্থান করছে এটি ৷ আর এর জেরেই ওড়িশাতে প্রচুর বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে ঝাড়খন্ডেও। অন্যদিকে গতকাল থেকেই ভারী বৃষ্টি শুধু হয়ে গিয়েছে উত্তরের পাঁচ জেলায়।
advertisement
Location :
First Published :
August 08, 2018 11:41 AM IST