ঝকঝকে রোদই সার, আগামী ২ ঘণ্টা বৃষ্টিতে ভাসবে কলকাতা
Last Updated:
#কলকাতা: কথায় বলে, সকাল দেখেই নাকি বাকি দিনটা কেমন যাবে তা আন্দাজ করা যায় ৷ কিন্তু সকালটা রোদ ঝলমলে হলেও সেই আবহাওয়া বেশিক্ষণ স্থায়ী হল না ৷ আগেই আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, বিকেলের দিকে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, হাওড়া, দঃ ২৪ পরগনাতে আজ বিকেলে হতে বিক্ষিপ্ত বৃষ্টি ৷ ফলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধ করা হয়েছে ৷ আজকের পূর্বাভাস অনুযায়ী, বিকেলের দিকে ফের বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ৷ হাওয়া অফিস সূত্রে খবর, স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে গভীর নিম্নচাপ। বালাসোর দিয়ে এখন ওড়িশার স্থলভাগে ঢুকছে এই মেঘ। সুস্পষ্ট নিম্নচাপরূপে এখন কেওনঝাড়ে অবস্থান করছে এটি ৷ আর এর জেরেই ওড়িশাতে প্রচুর বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে ঝাড়খন্ডেও। অন্যদিকে গতকাল থেকেই ভারী বৃষ্টি শুধু হয়ে গিয়েছে উত্তরের পাঁচ জেলায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2018 11:41 AM IST