#মালদহ: উত্তরপ্রদেশের বারাণসীতে বাড়ি ভেঙে পড়ে মৃত্যু মালদহের দুই শ্রমিকের। গুরুতর আহত আরও পাঁচ শ্রমিক। কাশী বিশ্বনাথ মন্দিরের সংস্কারের কাজে যুক্ত ছিলেন শ্রমিকরা। রাতে বাড়ি ফিরে ঘুমানোর সময় সোমবার রাত তিনটা নাগাদ বাড়ি ভেঙে পড়ে। সড়কপথে আজ দেহ আসছে মালদহের কালিয়াচকের শেরশাহীতে। আহতদের পরিবারের সঙ্গে কথা বলতে দুপুরে মালদহে আসছেন রাজ্য সরকারের প্রতিনিধি মন্ত্রী ফিরহাদ হাকিম। মৃত আমিনুল মোমিন(৪০), এবাদুল মোমিন(৩২)। গ্রামের আরও বেশ কয়েকজন আহত যুবক ভর্তি বারাণসী হাসপাতালে। ভাঙা বাড়ির নীচে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে যান শ্রমিকরা। গত ১৯ মে কালিয়াচকের শতাধিক শ্রমিক বারাণসীতে কাজে গিয়েছিলেন। দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া শেরশাহী গ্রামে। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যু। সরকারকে পাশে দাঁড়ানোর আর্জি মৃতদের পরিবারের। এবাদুল মোমিনের নয় বছর, ছয় বছর এবং পাঁচ মাসের তিন নাবালক ছেলে- মেয়ে রয়েছে। আমিনুলের পরিবারের ১৮ বছর, ১৩ বছর এবং ছয় বছরের তিন ছেলেমেয়ে বর্তমান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।