• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • একই মায়ের ছানা, একটি সাদা, একটি হলুদ! তৃতীয়াতেই দর্শকদের সামনে আসছে ২ রয়্যাল বেঙ্গল শাবক

একই মায়ের ছানা, একটি সাদা, একটি হলুদ! তৃতীয়াতেই দর্শকদের সামনে আসছে ২ রয়্যাল বেঙ্গল শাবক

 • Share this:

  #শিলিগুড়ি: উত্তরবঙ্গে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সুখবর। পুজোর আগে তৃতীয়াতেই পর্যটকদের সামনে আনা হচ্ছে দুই রয়্যাল বেঙ্গল শাবককে। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এখন চলছে তারই প্রস্তুতি। খাঁচার বাইরের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য প্রশিক্ষণও চলছে রিকা ও ডিকার।

  দেড় বছর বয়স হতে না হতেই দর্শকদের সামনে আসছে রিকা ও ডিকা। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের কর্মীরা এখন সদাই ব্যস্ত। খাঁচার বাইরের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য প্রশিক্ষণও চলছে দুই রয়্যাল বেঙ্গল শাবকের।

  শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কেই তিন শাবকের জন্ম দেয় শীলা। যার মধ্যে একটি শাবকের মৃত্যু হয়। এখন দুই শাবকের মধ্যে একটি সাদা রয়্যাল বেঙ্গল টাইগার।

  পয়লা অক্টোবর থেকে পর্যটকরা দেখতে পাবেন দুই রয়্যাল বেঙ্গল শাবককে। ওই দিনই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আসবেন বনমন্ত্রী ব্রাত্য বসুও। রিকা আর ডিকা পুজোর মরশুমে পর্যটকদের কাছে বাড়তি পাওনা বলেই মনে করছে বনদফতর।

  First published: